মুরসিকে ক্ষমতাচ্যুত করতে আমরা কাজ করেছি: ইসরাইলি জেনারেল
(last modified Fri, 05 Apr 2019 09:16:17 GMT )
এপ্রিল ০৫, ২০১৯ ১৫:১৬ Asia/Dhaka
  • মুরসি
    মুরসি

মিসরের ইতিহাসে প্রথমবারের মতো জনগণের ভোটে নির্বাচিত প্রেসিডেন্ট মুহাম্মদ মুরসিকে ক্ষমতাচ্যুত করার পেছনে ইহুদিবাদী ইসরাইলের জোরালো ভূমিকা ছিল বলে স্বীকার করেছেন ইসরাইলি জেনারেল আরিয়েহ ইলদাদ। তিনি বলেছেন, মুহাম্মদ মুরসির ক্ষমতায় থাকার সাথে ইসরাইলের নিরাপত্তার প্রশ্ন জড়িয়ে যাওয়ায় এই কাজ করা হয়েছে।

ইসরাইলি সেনাবাহিনীর ব্রিগেডিয়ার জেনারেল ইলদাদ দৈনিকে ‘ম্যারিভ’-এ প্রকাশিত এক নিবন্ধে এই তথ্য দিয়েছেন। ‘দ্য আউটব্রেক অব দ্য জানুয়ারি রেভ্যুলেশন’ শিরোনামের ওই নিবন্ধে তিনি বলেন, মিসরের নির্বাচিত প্রেসিডেন্ট মুরসি ইসরাইলের সাথে সম্পাদিত (কথিত) শান্তিচুক্তি বাতিল এবং সিনাই উপত্যকায় সেনা উপস্থিতি বাড়াতে পারে বলে ইসরাইল ধারণা করছিল।

ইহুদিবাদী জেনারেল আরও স্বীকার করেছেন, ইসরাইল দ্রুত মুরসিকে ক্ষমতাচ্যুত ও তার স্থলে তৎকালীন প্রতিরক্ষামন্ত্রী আবদুল ফাত্তাহ সিসিকে ক্ষমতায় আনার পদক্ষেপ নেয়। এই ক্ষেত্রে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ওবামাকেও বুঝিয়েছিল ইসরাইল।

মিশরে ইসলামি গণজাগরণের পর গণতান্ত্রিক নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসেন মুহাম্মাদ মুরসি। কিন্তু পরবর্তীতে তাকে আমেরিকা, ইহুদিবাদী ইসরাইল ও সৌদি আরবের ষড়যন্ত্রে ক্ষমতাচ্যুত করা হয়। বর্তমানে তিনি কারাগারে রয়েছেন।#

পার্সটুডে/৫

ট্যাগ