তুরস্কে বিরোধীদলের প্রার্থী ইস্তাম্বুলের মেয়র হলেন
https://parstoday.ir/bn/news/west_asia-i69667-তুরস্কে_বিরোধীদলের_প্রার্থী_ইস্তাম্বুলের_মেয়র_হলেন
তুরস্কের স্থানীয় নির্বাচনে ইস্তাম্বুল শহরের মেয়র পদে বিরোধীদলের প্রার্থী একরাম ইমামওগ্লু নির্বাচিত হয়েছেন। ভোট পুনঃগণনার পর তাকে মেয়র পদে নির্বাচিত বলে ঘোষণা দেয়া হয়। অবশ্য, প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগানের দল জাস্টিস অ্যান্ড ডেভলপমেন্ট পার্টি নির্বাচন বাতিলের যে দাবি জানিয়েছে তা এখনো নিষ্পত্তি হয় নি।   
(last modified 2025-09-26T18:07:30+00:00 )
এপ্রিল ১৮, ২০১৯ ১৬:৪৭ Asia/Dhaka
  • একরাম ইমামওগ্লু
    একরাম ইমামওগ্লু

তুরস্কের স্থানীয় নির্বাচনে ইস্তাম্বুল শহরের মেয়র পদে বিরোধীদলের প্রার্থী একরাম ইমামওগ্লু নির্বাচিত হয়েছেন। ভোট পুনঃগণনার পর তাকে মেয়র পদে নির্বাচিত বলে ঘোষণা দেয়া হয়। অবশ্য, প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগানের দল জাস্টিস অ্যান্ড ডেভলপমেন্ট পার্টি নির্বাচন বাতিলের যে দাবি জানিয়েছে তা এখনো নিষ্পত্তি হয় নি।   

গতকাল (বুধবার) রিপাবলিকান পিপল’স পার্টি বা সিএইচপি’র প্রার্থী একরাম ইমামওগ্লু নির্বাচন কমিশন থেকে তুরস্কের প্রাণকেন্দ্র ইস্তাম্বুল শহরের মেয়র হিসেবে সার্টিফিকেট পান। রাষ্ট্রীয় বার্তা সংস্থা আনাদোলু এ খবর দিয়েছে। শহরের কয়েকটি কেন্দ্রের ভোট নতুন করে গণনার পর তাকে নির্বাচিত ঘোষণা করা হয়।

ইস্তাম্বুল শহরের পৌর ভবনে গতকাল সাংবাদিকদের সঙ্গে আলাপের সময় ইমামওগ্লু বলেন, “এক কোটি ৬০ লাখ মানুষের শহর ইস্তাম্বুলের নির্বাচিত মেয়র হিসেবে আমি বুধবার সার্টিফিকেট পেয়েছি।”

নির্বাচিত হওয়ার পর ইমামওগ্লু বলেন, “আমাদের দায়িত্ব সম্পর্কে আমরা সজাগ রয়েছি, শহরের লোকজনের প্রয়োজন সম্পর্কেও আমরা জানি। আমরা দ্রুতই তাদের সেই সেবাপ্রদান শুরু করব।#

পার্সটুডে/এসআইবি/১৮