হুদাইদাহ থেকে সন্ত্রাসীদের প্রত্যাহার করুন: জাতিসংঘকে আনসারুল্লাহ
-
হুদাইদাহ বন্দর
ইয়েমেনের হুদাইদাহ ও লোহিত সাগরের দুটি বন্দর থেকে সৌদি সমর্থিত পলাতক প্রেসিডেন্ট আব্দ রাব্বু মানসুর হাদির সমর্থকদের প্রত্যাহার করতে জাতিসংঘ এবং নিরাপত্তা পরিষদের প্রতি আহ্বান জানিয়েছে হুথি আনসারুল্লাহ আন্দোলন।
জাতিসংঘের মধ্যস্থতায় সই হওয়া যুদ্ধবিরতি চুক্তির পর এসব বন্দর থেকে যোদ্ধা সরিয়ে নিচ্ছে হুথিরা। অন্য পক্ষকেও একই রকমের পদক্ষেপ নিতে বাধ্য করার জন্য জাতিসংঘকে কার্যকর ব্যবস্থা নেয়ার দাবি জানিয়েছে আনসারুল্লাহ আন্দোলন।
আনসারুল্লাহ মুখপাত্র মুহাম্মাদ আবদুস সালাম জোর দিয়ে বলেছেন, মানসুর হাদির সমর্থকদের ওপর চাপ সৃষ্টি করে জাতিসংঘ ও নিরাপত্তা পরিষদকে তাদের বিশ্বাসযোগ্যতার প্রমাণ দিতে হবে।
ইয়েমেনের ওপর সৌদি নেতৃত্বাধীন কথিত আরব জোট গত চার বছর ধরে যে বর্বর আগ্রাসন চালিয়ে আসছে তা মোকাবেলায় ইয়েমেনি সামরিক বাহিনীকে গুরুত্বপূর্ণ সহযোগিতা দিচ্ছে হুথি আনসারুল্লাহ আন্দোলন। এ সংগঠন গত ডিসেম্বর মাসে সুইডেনের রাজধানী স্টকহোমে মানসুর হাদির কথিত সরকারের সঙ্গে একটি যুদ্ধবিরতি চুক্তি করে।
ওই চুক্তি অনুসারে হুদাইদাহ ও অন্য দুটি গুরুত্বপূর্ণ বন্দর থেকে হুথি এবং মানসুর হাদির সমর্থকদের প্রত্যাহার করার কথা। এ তিনটি বন্দরেই হুথিদের নিয়ন্ত্রণ ছিল তবে সৌদি সহযোগিতায় বন্দরগুলোতে অবরোধ দিয়ে রেখেছিল মানসুর হাদির অনুগতরা। হুদাইদাহ বন্দর দিয়ে ইয়েমেনের রপ্তানি-আমদানির শতকরা ৭০ ভাগ সম্পন্ন হয়। সৌদি সমর্থিত হাদিপন্থিদের অবরোধের কারণে তা বিঘ্নিত হচ্ছিল।#
পার্সটুডে/এসআইবি/১২