বাহরাইন সম্মেলনে যোগ না দিতে জর্দান সরকারের প্রতি আহ্বান
https://parstoday.ir/bn/news/west_asia-i70586-বাহরাইন_সম্মেলনে_যোগ_না_দিতে_জর্দান_সরকারের_প্রতি_আহ্বান
মার্কিন সরকার আয়োজিত বাহরাইন সম্মলেনে যোগ না দিতে জর্দান সরকারের প্রতি আহ্বান জানিয়েছে দি ইসলামিক অ্যাকশন ফ্রন্ট।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
মে ২১, ২০১৯ ২০:৪১ Asia/Dhaka
  • জর্দানে ইসরাইল বিরোধী বিক্ষোভ (ফাইল ফটো)
    জর্দানে ইসরাইল বিরোধী বিক্ষোভ (ফাইল ফটো)

মার্কিন সরকার আয়োজিত বাহরাইন সম্মলেনে যোগ না দিতে জর্দান সরকারের প্রতি আহ্বান জানিয়েছে দি ইসলামিক অ্যাকশন ফ্রন্ট।

আগামী ২৫ ও ২৬ জুন বাহরাইনের রাজধানী মানামায় আমেরিকার পৃষ্ঠপোষকতায় বাহরাইনে অর্থনীতি বিষয়ক সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। সম্মেলনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার কথিত ‘শতাব্দির সেরা চুক্তি’র প্রথম অংশ উন্মোচন করবেন। মার্কিন প্রশাসন দাবি করছে, ইহুদিবাদী ইসরাইল ও ফিলিস্তিনের মধ্যকার চলমান সংঘাত অবসানের লক্ষ্য নিয়ে শতাব্দির সেরা চুক্তি তৈরি করা হয়েছে।

ফিলিস্তিন সরকার বাহরাইন সম্মেলনে যোগ দেবে না বলে জানান ফিলিস্তিনের সামাজিক উন্নয়নমন্ত্রী আহমাদ মাজদলানি

দি ইসলামিক অ্যাকশন ফ্রন্ট হচ্ছে ইখওয়ানুল মুসলিমিনের জর্দান শাখা। সংগঠনটি আজ (মঙ্গলবার) এক বিবৃতিতে বলেছে, কথিত শতাব্দির সেরা চুক্তির অধীনে আসন্ন এ সম্মেলনে ফিলিস্তিন ইস্যুকে দুর্বল করা ছাড়া আর কিছুই হবে না। এ ক্ষেত্রে জর্দানের সরকারি কর্মকর্তা ও জনণের অবস্থান হচ্ছে এ চুক্তি প্রত্যাখ্যান করতে হবে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এ চুক্তি ফিলিস্তিন ও জর্দানের জনগণের স্বার্থকে ক্ষুণ্ন করবে বলেও ইসলামিক অ্যাকশন মন্তব্য করেছে।

আসন্ন এ সম্মেলনে ফিলিস্তিন যোগ দেবে না বলে এরইমধ্যে স্বাশসন কর্তৃপক্ষ জানিয়ে দিয়েছে।#

পার্সটুডে/এসআইবি/২১