‘সিরিয়ায় মার্কিন সেনা উপস্থিতি দামেস্কের জন্য মাথাব্যথার কারণ’
https://parstoday.ir/bn/news/west_asia-i70768-সিরিয়ায়_মার্কিন_সেনা_উপস্থিতি_দামেস্কের_জন্য_মাথাব্যথার_কারণ’
সিরিয়ায় আমেরিকার নেতৃত্বাধীন কথিত সন্ত্রাস বিরোধী জোটের উপস্থিতি দেশটির জন্য মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। একথা জানিয়েছেন জাতিসংঘে নিযুক্ত সিরিয়ার স্থায়ী প্রতিনিধি বাশার আল-জাফারি।
(last modified 2025-10-12T12:48:31+00:00 )
মে ২৯, ২০১৯ ০৫:১১ Asia/Dhaka
  • নিরাপত্তা পরিষদের বৈঠকে বক্তব্য রাখছেন বাশার জাফারি
    নিরাপত্তা পরিষদের বৈঠকে বক্তব্য রাখছেন বাশার জাফারি

সিরিয়ায় আমেরিকার নেতৃত্বাধীন কথিত সন্ত্রাস বিরোধী জোটের উপস্থিতি দেশটির জন্য মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। একথা জানিয়েছেন জাতিসংঘে নিযুক্ত সিরিয়ার স্থায়ী প্রতিনিধি বাশার আল-জাফারি।

তিনি মঙ্গলবার রাতে নিরাপত্তা পরিষদে সিরিয়া বিষয়ক এক বৈঠকে বলেন, মার্কিন নেতৃত্বাধীন জোট সিরিয়ায় তৎপর উগ্র সন্ত্রাসী গোষ্ঠীগুলোকে পৃষ্ঠপোষকতা দিচ্ছে। এসব সন্ত্রাসী গোষ্ঠী আমেরিকার পৃষ্ঠপোষকতায় হৃষ্টপুষ্ট হয়েছে বলেও তিনি মন্তব্য করেন।

বাশার জাফারি বলেন, সিরিয়া সরকার দেশটিতে অবৈধভাবে যেকোনো বিদেশি সেনা উপস্থিতিকে সিরিয়ার বিরুদ্ধে আগ্রাসন ও দখলদারিত্ব বলে মনে করে এবং দামেস্ক এর বিরুদ্ধে ব্যবস্থা নেবে।

সিরিয়ার একটি শরণার্থী শিবির (ফাইল ছবি)

জাতিসংঘে নিযুক্ত সিরিয়ার স্থায়ী প্রতিনিধি তার দেশের জর্দান সীমান্তবর্তী আর-রুকবান শরণার্থী শিবিরের দুর্বিসহ পরিস্থিতির কথা উল্লেখ করে বলেন, সন্ত্রাসীরা ওই শরণার্থী শিবিরের হাজার হাজার মানুষকে পণবন্দি করেছে। সিরিয়ার দক্ষিণাঞ্চলীয় আল-তান্‌ফ সামরিক ঘাঁটির কাছে রুকবান শরণার্থী শিবির অবস্থিত। ওই সামরিক ঘাঁটি মার্কিন সেনাদের দখলে এবং এর আশপাশের এলাকা সন্ত্রাসীদের নিয়ন্ত্রণে রয়েছে।

মার্কিন সেনাদের পাশাপাশি সন্ত্রাসীরা আর-রুকবান শরণার্থী শিবিরে দামেস্কের পক্ষ থেকে পাঠানো মানবিক ত্রাণ প্রবেশ করতে দিচ্ছে না এবং সেখান থেকে শরণার্থীদের বেরিয়ে আসতেও বাধা দিচ্ছে।#

পার্সটুডে/মো. মুজাহিদুল ইসলাম/২৯