একমাত্র ইরানই ছিল আমাদের যোগাযোগের পথ: কাতারের পররাষ্ট্রমন্ত্রী
https://parstoday.ir/bn/news/west_asia-i70967-একমাত্র_ইরানই_ছিল_আমাদের_যোগাযোগের_পথ_কাতারের_পররাষ্ট্রমন্ত্রী
কাতারের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ বিন আব্দুর রহমান আলে সানি বলেছেন, চারটি আরব দেশ অবরোধ আরোপ করার পর কেবল ইরানের মাধ্যমেই গোটা বিশ্বের সঙ্গে যোগাযোগ রক্ষা করতে পেরেছে কাতার। কাতারের ওপর অবরোধ আরোপকারী চার দেশ হচ্ছে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, মিশর ও বাহরাইন।
(last modified 2025-09-26T18:07:30+00:00 )
জুন ০৫, ২০১৯ ১২:৫৬ Asia/Dhaka
  •  মোহাম্মদ বিন আব্দুর রহমান আলে সানি
    মোহাম্মদ বিন আব্দুর রহমান আলে সানি

কাতারের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ বিন আব্দুর রহমান আলে সানি বলেছেন, চারটি আরব দেশ অবরোধ আরোপ করার পর কেবল ইরানের মাধ্যমেই গোটা বিশ্বের সঙ্গে যোগাযোগ রক্ষা করতে পেরেছে কাতার। কাতারের ওপর অবরোধ আরোপকারী চার দেশ হচ্ছে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, মিশর ও বাহরাইন।

আল-আরাবিয়া টিভি চ্যানেলকে দেয়া সাক্ষাৎকারে তিনি আরও বলেন, পারস্য উপসাগরীয় সহযোগিতা পরিষদের বৈঠকের একই সময়ে আরব লীগ এবং ওআইসি’র শীর্ষ সম্মেলন আয়োজনের মূল উদ্দেশ্য ছিল ইরানের বিরুদ্ধে ঐক্যবদ্ধ রাজনৈতিক অবস্থান ঘোষণা করা। সৌদি আরবের এই নীতি সঠিক নয়। কাতার মনে করে এ ধরনের বৈঠক ও সম্মেলনের উদ্দেশ্য হওয়া উচিত ছিল মধ্যপ্রাচ্যে বিদ্যমান সমস্যাগুলোর সমাধানে সিদ্ধান্ত ও ঐক্যবদ্ধ অবস্থান গ্রহণ করা।

তিনি  বলেন, ওই সব বৈঠক ও সম্মেলন থেকে যেসব বিবৃতি এসেছে সেগুলোর সঙ্গে একমত হতে পারেনি কাতার। কাতারের পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, বিবৃতি প্রকাশের বিষয়ে সব দেশের সঙ্গে আলোচনা করা হয় নি। এগুলো আগে থেকেই প্রস্তুত রেখেছিল সৌদি আরব।

তিনি বলেন, এসব বৈঠকের বিবৃতিগুলোতে এমন সব ধারা রয়েছে যা কাতারের পররাষ্ট্র নীতির সঙ্গে সাংঘর্ষিক এবং এসব বিবৃতি প্রকাশিত হওয়ার পর এ বিষয়ে দোহার পক্ষ থেকে আপত্তি জানানো হয়েছে।#

পার্সটুডে/সোহেল আহম্মেদ/৫

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।