জর্দান ও মিশরের সিদ্ধান্তে খুবই দুঃখিত ফিলিস্তিন
মার্কিন উদ্যোগে বাহরাইনে অনুষ্ঠেয় সম্মেলনে জর্দান ও মিশর যোগ দেয়ার যে সিদ্ধান্ত নিয়েছে তাতে গভীর দুঃখ প্রকাশ করেছে ফিলিস্তিনি স্বশাসন কর্তৃপক্ষ। এ সম্মেলনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কথিত ‘ডিল অব দ্যা সেঞ্চরি’র অংশ বিশেষ উন্মোচন করা হবে।
ফিলিস্তিনি কর্তৃপক্ষের মুখপাত্র ইবরাহিম মেলহিম গতকাল (মঙ্গলবার) বলেন, “আমরা সমস্ত বন্ধু ও ভ্রাতৃপ্রতীম দেশকে এ সম্মেলন বয়কট করার আহ্বান জানাচ্ছি।” তিনি আরো বলেন, সম্মেলনে অংশ গ্রহণের নামে মার্কিন সরকার বাইরে থেকে আন্তর্জাতিক বৈধতা ছাড়াই সমাধান তৈরির চেষ্টা করছে যা ফিলিস্তিনিদেরকে বৈধ অধিকার থেকে বঞ্চিত করবে।
মিশর, জর্দান ও মরক্কো সরকার বাহরাইন সম্মেলনে যোগ দেবে বলে ওয়াশিংটনকে জানিয়েছে। এরপর ফিলিস্তিনি স্বশাসন কর্তৃপক্ষ এসব কথা বলল। আগামী ২৫ ও ২৬ জুন মানামায় এ সম্মেলন অনুষ্ঠিত হবে। সম্মেলনে আমেরিকা ফিলিস্তিনের জন্য তহবিল সংগ্রহ করবে তবে ডিল অব দা সেঞ্চুরিও উন্মোচন করবে। এ চুক্তির খসড়া যা ফাঁস হয়েছে তাতে দেখা গেছে- ফিলিস্তিনি জাতি চরমভাবে তাদের অধিকার থেকে বঞ্চিত হবে এবং কার্যত ইসরাইলের অনুগত রাষ্ট্রে পরিণত করা হবে ফিলিস্তিনকে।#
পার্সটুডে/এসআইবি/১২
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।