বাহরাইনে ফিলিস্তিন বিরোধী সম্মেলন; পশ্চিম তীরে ব্যাপক বিক্ষোভ
ফিলিস্তিনের পশ্চিম তীরে আজ (মঙ্গলবার) বাহরাইন-সম্মেলনের বিরুদ্ধে হাজার হাজার ফিলিস্তিনি বিক্ষোভ করেছেন। বাহরাইনের মানামায় আজ থেকে মার্কিন-ইহুদিবাদী ষড়যন্ত্র 'ডিল অব দ্য সেঞ্চুরি' বিষয়ক দুই দিনব্যাপী সম্মেলন শুরু হচ্ছে।
আজকের বিক্ষোভকারীরা এই সম্মেলনকে ফিলিস্তিনিদের বিরুদ্ধে মারাত্মক ষড়যন্ত্র বলে উল্লেখ করেছেন। তারা বলেছেন, ফিলিস্তিনিদের স্বাধীনতার স্বপ্ন ও লক্ষ্য-আদর্শ ধ্বংস করতেই এই সম্মেলনের আয়োজন করা হয়েছে। এ সময় ফিলিস্তিনিরা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, ইহুদিবাদী ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং সম্মেলনে অংশগ্রহণকারী আরব দেশগুলোর বিরুদ্ধে স্লোগান দেন।
বিক্ষোভকারীরা মার্কিন ষড়যন্ত্র মোকাবেলায় নিজেদের মধ্যকার বিরোধ ভুলে গিয়ে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। তারা বলেন, যারা ফিলিস্তিনিদের অধিকারকে উপেক্ষা করছে তারা কখনোই ফিলিস্তিনি জাতির প্রকৃত প্রতিনিধি হতে পারে না।
আজ থেকে বাহরাইনের মানামায় যে সম্মেলন শুরু হচ্ছে তাতে ফিলিস্তিন বিরোধী 'ডিল অব দ্য সেঞ্চুরি'র অর্থনৈতিক অংশ উন্মোচন করা হবে। এর মধ্যদিয়ে এই ষড়যন্ত্র বাস্তবায়ন শুরু হবে বলে জানা গেছে।
তবে ফিলিস্তিনের স্বশাসন কর্তৃপক্ষ এবং হামাসসহ সব সংগঠন 'ডিল অব দ্য সেঞ্চুরি' প্রত্যাখ্যান করেছে। ডিল অব দ্য সেঞ্চুরি বাস্তবায়নের মাধ্যমে ফিলিস্তিনিদের সব মৌলিক অধিকার হরণের চেষ্টা চলছে বলে জানা গেছে। #
পার্সটুডে/সোহেল আহম্মেদ/২৫
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।