ওমানে দূতাবাস খুলবে ইসরাইল, ফিলিস্তিনের হুঁশিয়ারি
(last modified Tue, 02 Jul 2019 10:42:15 GMT )
জুলাই ০২, ২০১৯ ১৬:৪২ Asia/Dhaka
  • ওমানের সুলতান কাবুস (বামে) ও ইসরাইলের যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু
    ওমানের সুলতান কাবুস (বামে) ও ইসরাইলের যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু

ইহুদিবাদী ইসরাইলের গুপ্তচর সংস্থা মোসাদের প্রধান জানিয়েছেন, আরব রাষ্ট্র ওমানের সঙ্গে তারা সম্পর্ক নবায়ন করবে। একইসঙ্গে মাস্কাটে ইসরাইলি পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিনিধির কার্যালয় খোলা হবে।

গতকাল (সোমবার) হার্জলিয়া সম্মেলনে মোসাদ প্রধান ইয়োসি কোহেন এসব কথা বলেন। তিনি বলেন, “সম্প্রতি ওমানের সঙ্গে আনুষ্ঠানিক সম্পর্কের কথা ঘোষণা করা হয়েছে এবং সেখানে এখন ইসরাইলি পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিনিধির কার্যালয় খোলা হবে। অনেক গোপন কিছুর মধ্যে এটি একটি তৎপরতা মাত্র।”

মোসাদ প্রধান ইয়োসি কোহেনের এ বক্তব্যের মধ্যদিয়ে ইসরাইলের সঙ্গে ওমানের গোপন সম্পর্কের বিষয়টি আরো প্রকাশ্য হয়ে পড়ল।  তিনি বলেন, “আরব এ রাষ্ট্রটির সঙ্গে আমাদের কোনো শান্তি চুক্তি নেই কিন্তু এরইমধ্যে যৌথ স্বার্থ, বৃহত্তর সহযোগিতা ও যোগাযোগের উন্মুক্ত চ্যানেল তৈরি হয়েছে।”  

১৯৯০’র দিকে ইসরাইল এবং ওমান বাণিজ্য সম্পর্ক প্রতিষ্ঠার উদ্যোগ নিয়েছিল কিন্তু ২০০০ সালে দ্বিতীয় ইন্তিফাদা শুরুর পর ওমান সে প্রক্রিয়া বাতিল করে। তবে গত অক্টোবর মাসে ইসরাইলের যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ওমান সফর করেন।

এদিকে, ইসরাইলি পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিনিধির কার্যালয় খোলার অনুমতি দেয়ার বিষয়ে ওমানকে হঁশিয়ারি দিয়েছে ফিলিস্তিন। ফিলিস্তিনি মুক্তি সংস্থা বা পিএলও’র নেত্রী হানান আশরাভি বলেছেন, ওমান সম্প্রতি ফিলিস্তিনে দূতাবাস খোলার যে  সিদ্ধান্ত নিয়েছে তাকে স্বাগত জানাই তবে ইসরাইলের সঙ্গে ওমানের সম্পর্ক প্রতিষ্ঠার ক্ষেত্রে মাস্কাটকে রাজনৈতিক মূল্য দিতে হবে।#

পার্সটুডে/এসআইবি/২

ট্যাগ