ইয়েমেনের পদত্যাগী প্রেসিডেন্টের প্রাসাদ ও ঘাঁটি দখল করল আমিরাতপন্থিরা
ইয়েমেনের বন্দরনগরী এডেনে পদত্যাগী প্রেসিডেন্ট আব্দ রাব্বু মানসুর হাদির অনুগত সৌদিপন্থি মিলিশিয়াদের সব সামরিক ঘাঁটি দখল করে নিয়েছে সংযুক্ত আরব আমিরাতপন্থি দক্ষিণের বিচ্ছিন্নতাবাদীরা।
হাদি সরকারের কর্মকর্তাদের বরাত দিয়ে ইরানের প্রেস টিভি জানিয়েছে, আরব আমিরাতপন্থি বন্দুকধারীরা শনিবার এডেনে সৌদিপন্থি বাহিনীর সর্বশেষ শক্ত ঘাঁটিগুলো দখল করে নিল।
এদিকে বিচ্ছিন্নতাবাদীদের একজন কর্মকর্তা জানিয়েছেন, তারা আব্দ রাব্বু মানসুর হাদির শূন্য প্রেসিডেন্ট প্রাসাদের নিয়ন্ত্রণ গ্রহণ করেছেন। তিনি বলেছেন, প্রাসাদের নিরাপত্তারক্ষীরা এ সময় কোনো রকম প্রতিরোধ করার চেষ্টা করেনি। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, বিচ্ছিন্নতাবাদীরা প্রেসিডেন্ট প্রাসাদের মধ্যে ঢুকে পড়েছে।
এর আগে এডেনের প্রত্যক্ষদর্শীরা জানিয়েছিলেন, প্রেসিডেন্ট প্রাসাদ এবং স্বঘোষিত স্বরাষ্ট্রমন্ত্রী আহমেদ আল-মায়সারি’র বাসভবনের আশপাশে সংঘর্ষ চলছে। হাদিপন্থি কর্মকর্তারা জানিয়েছেন, বিচ্ছিন্নতাবাদীরা এরইমধ্যে মায়সারির বাসভবন দখল করেছে; যদিও স্বঘোষিত এই স্বরাষ্ট্রমন্ত্রী আগেই নিজের বাসভবন খালি করে দিয়েছিলেন।
ইয়েমেনের বন্দরনগরী এডেনে গত চারদিন ধরে সংযুক্ত আরব আমিরাতপন্থি বিচ্ছ্ন্নতাবাদীদের সঙ্গে সৌদিপন্থি মিলিশিয়াদের সংঘর্ষ চলছিল। জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস রক্তক্ষয়ী এ সংঘর্ষ বন্ধ করে আলোচনায় বসার জন্য সংশ্লিষ্ট পক্ষগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন।#
পার্সটুডে/এমএমআই/১১
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।