হরমুজ প্রণালীতে ইসরাইলের অংশগ্রহণ মানবে না ইরাক
https://parstoday.ir/bn/news/west_asia-i72789-হরমুজ_প্রণালীতে_ইসরাইলের_অংশগ্রহণ_মানবে_না_ইরাক
পারস্য উপসাগরের হরমুজ প্রণালীতে জাহাজ চলাচলের নিরাপত্তার নামে আমেরিকা যে আন্তর্জাতিক সামরিক জোট গঠনের তৎপরতা চালাচ্ছে তাতে ইহুদিবাদী ইসরাইলের অংশগ্রহণ মানবে না ইরাক।  
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
আগস্ট ১৪, ২০১৯ ১৪:০৩ Asia/Dhaka
  • ইরাকের পররাষ্ট্রমন্ত্রী মুহাম্মাদ আলী আল-হাকিম
    ইরাকের পররাষ্ট্রমন্ত্রী মুহাম্মাদ আলী আল-হাকিম

পারস্য উপসাগরের হরমুজ প্রণালীতে জাহাজ চলাচলের নিরাপত্তার নামে আমেরিকা যে আন্তর্জাতিক সামরিক জোট গঠনের তৎপরতা চালাচ্ছে তাতে ইহুদিবাদী ইসরাইলের অংশগ্রহণ মানবে না ইরাক।  

ইরাকের পররাষ্ট্রমন্ত্রী মুহাম্মাদ আলী আল-হাকিম সামাজিক যোগাযোগের মাধ্যমে একথা জানিয়েছেন। তিনি বলেছেন, আরব সাগরে ইহুদিবাদী ইসরাইলের সামরিক বাহিনীর যেকোনো রকমের অংশগ্রহণের ধারণাকে ইরাক প্রত্যাখ্যান করছে। তিনি লিখেছেন, পারস্য উপসাগরীয় দেশগুলো একসঙ্গে জাহাজ চলাচলের পথকে নিরাপদ রাখতে সক্ষম।

পশ্চিমা জাহাজ

আলী আল-হাকিম বলেন, “শান্ত আলোচনার মাধ্যমে ইরাক মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনা কমানোর চেষ্টা করবে। অন্যদিকে, পারস্য উপসাগর বা আরব সাগরে পশ্চিমা বাহিনীর উপস্থিতি উত্তেজনা বাড়িয়ে তুলবে।”

ইহুদিবাদী ইসরাইলের পররাষ্ট্রমন্ত্রী ইসরাইয়েল কাৎজ সম্প্রতি বলেছেন, হরমুজ প্রণালীর নিরাপত্তা জোরদার করার জন্য আমেরিকার সঙ্গে তেল আবিব কাজ করছে। এ বক্তব্যের পর ইরাকি পররাষ্ট্রমন্ত্রী বর্ণবাদী ইসরাইলের অংশগ্রহণের বিরোধিতা করলেন।#

পার্সটুডে/এসআইবি/১৪