গাজা উপত্যকায় ইসরাইলি সেনাদের বর্বরোচিত হামলায় ২ ফিলিস্তিনির শাহাদাত
https://parstoday.ir/bn/news/west_asia-i73437-গাজা_উপত্যকায়_ইসরাইলি_সেনাদের_বর্বরোচিত_হামলায়_২_ফিলিস্তিনির_শাহাদাত
নিজ মাতৃভূতিতে প্রত্যাবর্তনের দাবিতে গাজা উপত্যকায় বিক্ষোভরত ফিলিস্তিনিদের ওপর ইহুদিবাদী ইসরাইলি সেনাদের বর্বরোচিত হামলায় দুই ফিলিস্তিনি শহীদ হয়েছেন।
(last modified 2025-10-04T05:57:22+00:00 )
সেপ্টেম্বর ০৭, ২০১৯ ০৭:০৪ Asia/Dhaka
  • গাজা-ইসরাইল সীমান্তে ফিলিস্তিনিদের বিক্ষোভে ইসরাইলি সেনাদের হামলা
    গাজা-ইসরাইল সীমান্তে ফিলিস্তিনিদের বিক্ষোভে ইসরাইলি সেনাদের হামলা

নিজ মাতৃভূতিতে প্রত্যাবর্তনের দাবিতে গাজা উপত্যকায় বিক্ষোভরত ফিলিস্তিনিদের ওপর ইহুদিবাদী ইসরাইলি সেনাদের বর্বরোচিত হামলায় দুই ফিলিস্তিনি শহীদ হয়েছেন।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এ খবর জানিয়ে বলেছে, গতকাল (শুক্রবার) স্বদেশ প্রত্যাবর্তনের দাবিতে ফিলিস্তিনিদের ৭৩তম বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। এক বছরেরও বেশি সময় আগে থেকে প্রতি শুক্রবার গাজাবাসী গাজা-ইসরাইল সীমান্তে এই বিক্ষোভ দেখিয়ে আসছেন।

গতকালের বিক্ষোভের সময় ইহুদিবাদী সেনারা সীমান্তের ওপার থেকে ফিলিস্তিনি বিক্ষোভকারীদের ওপর নির্বিচারে গুলি চালালে দুই ফিলিস্তিনি যুবক শহীদ ও অপর অন্তত ৭০ জন আহত হন।

২০১৮ সালের ৩০ মার্চ মাস থেকে অবরুদ্ধ গাজা উপত্যকার অধিবাসীরা ইসরাইল বিরোধী বিক্ষোভ করে আসছেন। তারা ইহুদিবাদীদের দখলে থাকা নিজ মাতৃভূমিতে ফিরে আসার পাশাপাশি গাজা উপত্যকার ওপর থেকে ১৩ বছরের অবরোধ প্রত্যাহারের দাবি জানাচ্ছেন।  গত প্রায় দেড় বছর ধরে চলা এই বিক্ষোভে ইসরাইলি সেনাদের হামলায় এ পর্যন্ত ৩২০ ফিলিস্তিনি নিহত এবং ৩১ হাজারেরও বেশি লোক আহত হন। আহতদের মধ্যে ৫০০ জনেরও বেশি ফিলিস্তিনির কোনো না কোনো অঙ্গহানি হয়েছে।#

পার্সটুডে/এমএমআই/৭

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।