সিরিয়ায় যুদ্ধবিরতির পরপরই রাস আল আইনে তা লঙ্ঘন
https://parstoday.ir/bn/news/west_asia-i74562-সিরিয়ায়_যুদ্ধবিরতির_পরপরই_রাস_আল_আইনে_তা_লঙ্ঘন
সিরিয়ার উত্তরাঞ্চলে কুর্দি অধ্যুষিত এলাকায় যুদ্ধবিরতি ঘোষণার অল্প সময় পরই  তা লঙ্ঘনের ঘটনা ঘটেছে বলে খবর পাওয়া যাচ্ছে।
(last modified 2025-09-29T12:37:45+00:00 )
অক্টোবর ১৮, ২০১৯ ১৬:০০ Asia/Dhaka
  • সিরিয়ায় যুদ্ধবিরতির পরপরই রাস আল আইনে তা লঙ্ঘন

সিরিয়ার উত্তরাঞ্চলে কুর্দি অধ্যুষিত এলাকায় যুদ্ধবিরতি ঘোষণার অল্প সময় পরই  তা লঙ্ঘনের ঘটনা ঘটেছে বলে খবর পাওয়া যাচ্ছে।

বিভিন্ন গণমাধ্যম জানিয়েছে, আমেরিকা ও তুরস্কের মধ্যে যুদ্ধবিরতির ব্যাপারে সমঝোতা হওয়ার কয়েক ঘণ্টা পরই রাস আল আইনের আশেপাশে সংঘর্ষের ঘটনা ঘটেছে, গুলি বিনিময় হয়েছে। স্থানীয় সূত্রগুলো বলছে, রাস আল আইনের একটি এলাকা থেকে ব্যাপক গোলাগুলির শব্দ পাওয়া গেছে।

মার্কিন ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স গতকাল জানিয়েছেন, উত্তর-পূর্ব সিরিয়ায় অস্থায়ীভাবে যুদ্ধবিরতি প্রতিষ্ঠার বিষয়ে তুরস্কের সঙ্গে তাদের সমঝোতা হয়েছে। সমঝোতা অনুযায়ী তুরস্ক কুর্দিদের ওপর পাঁচ দিন ধরে হামলা বন্ধ রাখবে যাতে কুর্দিরা তুরস্ক সীমান্ত এলাকা থেকে সরে যেতে পারে।

গত ৯ অক্টোবর থেকে তুরস্কের সেনাবাহিনী সিরিয়ার সার্বভৌমত্ব লঙ্ঘন করে উত্তর-পূর্বাঞ্চলে সামরিক অভিযান শুরু করে। তারা বলছে, তুরস্ক-বিরোধী কুর্দি গেরিলাদের মোকাবেলা করতেই তারা অভিযান শুরু করেছে। তবে বিশ্বের বিভিন্ন দেশ এবং আন্তর্জাতিক সংস্থা তুরস্কের সামরিক অভিযানের নিন্দা জানিয়ে অবিলম্বে তা বন্ধের আহ্বান জানিয়েছে।#

পার্সটুডে/এসএ/১৮

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।