বার্ডস আই ভিউ থেকে ধারনকৃত কারবালার ভিডিও
https://parstoday.ir/bn/news/west_asia-i74581-বার্ডস_আই_ভিউ_থেকে_ধারনকৃত_কারবালার_ভিডিও
গোটা কারবালা আজ মাতমের শহরে রূপ নিয়েছে। সারা নগর জুড়ে চলছে মাতম। আর নানা শোক অনুষ্ঠান।
(last modified 2025-09-21T15:53:49+00:00 )
অক্টোবর ১৮, ২০১৯ ২০:২২ Asia/Dhaka

গোটা কারবালা আজ মাতমের শহরে রূপ নিয়েছে। সারা নগর জুড়ে চলছে মাতম। আর নানা শোক অনুষ্ঠান।

ইমাম হোসাইন (আ)'র শাহাদাতের চেহলাম বার্ষিকী উপলক্ষে কারবালা এখন পরিণত হয়েছে জনারণ্যে। বার্ডস আই ভিউ থেকে ধারনকৃত কারবালার কিছু ভিডিও স্থিরচিত্র।#

পার্সটুডে/মো.আবুসাঈদ/১৮

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।