আবু আজরাইল বেঁচে আছেন; পাঠালেন ভিডিও বার্তা
https://parstoday.ir/bn/news/west_asia-i74857-আবু_আজরাইল_বেঁচে_আছেন_পাঠালেন_ভিডিও_বার্তা
ইরাকে জঙ্গি গোষ্ঠী দায়েশ বা আইএসের যম হিসেবে খ্যাত আবু আজরাইল বেঁচে আছেন। সম্প্রতি আবু আজরাইলকে হত্যা করা হয়েছে বলে যে খবর বেরিয়েছে তা মিথ্যা প্রমাণ করতে তিনি নিজেই একাধিক ভিডিও বার্তা প্রকাশ করেছেন।
(last modified 2025-10-12T12:48:31+00:00 )
অক্টোবর ২৯, ২০১৯ ১৮:৩৩ Asia/Dhaka
  • আবু আজরাইল
    আবু আজরাইল

ইরাকে জঙ্গি গোষ্ঠী দায়েশ বা আইএসের যম হিসেবে খ্যাত আবু আজরাইল বেঁচে আছেন। সম্প্রতি আবু আজরাইলকে হত্যা করা হয়েছে বলে যে খবর বেরিয়েছে তা মিথ্যা প্রমাণ করতে তিনি নিজেই একাধিক ভিডিও বার্তা প্রকাশ করেছেন।

ইরানের সম্প্রচার সংস্থা আইআরআইবি'র কাছেও একটি ভিডিও বার্তা পাঠিয়েছেন তিনি। সেখানে তিনি আরবিতে বলেছেন, তিনি বর্তমানে ইরাকের স্বেচ্ছাসেবী নিরাপত্তা সংস্থার সঙ্গে রয়েছেন।

ইরাকে আইএস বা দায়েশ বিরোধী অভিযানের সময় সাহসিকতার জন্য ব্যাপক খ্যাতি পান আবু আজরাইল। দৈহিক গঠনের কারণে তিনি ইরাকি ‘র‍্যাম্বো’ হিসেবেও পরিচিতি পেয়েছিলেন। তিনি আইএস বিরোধী অভিযানে একজন কমান্ডার হিসেবে ব্যাপক সাফল্য পেয়েছেন বলে গণমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে এখনও আবু আজরাইলের বিভিন্ন সময়ের ছবি রয়েছে। সেগুলোতে তাকে বিশাল বিশাল অস্ত্রসহ দেখা যায়।#

পার্সটুডে/সোহেল আহম্মেদ/২৯

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।