শপথ নিলো কুয়েতের নয়া সরকার; সাবেক পররাষ্ট্রমন্ত্রী হলেন প্রধানমন্ত্রী
-
শেখ সাবাহ আল খালিদ আল সাবাহ
কুয়েতের নতুন সরকার মঙ্গলবার শপথ নিয়েছেন। প্রধানমন্ত্রী হয়েছেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী শেইখ সাবাহ আল খালিদ আল সাবাহ। আগের সরকারের পদত্যাগের এক মাস পর নতুন সরকার পেল কুয়েত।
সরকারি তহবিলের অপব্যবহারের অভিযোগ গণমাধ্যমে আসার পর দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী ও প্রতিরক্ষামন্ত্রীসহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের মধ্যে বিরোধ দেখা দেয়। এই বিরোধের জের ধরে স্বরাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে অনাস্থা ভোটের ডাক দেন আইনপ্রণেতারা। এরপরই নভেম্বরে তৎকালীন সরকার পদত্যাগ করে। এরপর অনাস্থা প্রক্রিয়া বাতিল করা হয়।
সাবেক প্রধানমন্ত্রী শেখ জাবের আল মুবারক আল সাবাহকে প্রথমে নতুন সরকার গঠনের আমন্ত্রণ জানানো হলেও তিনি তা প্রত্যাখ্যান করেন।
কুয়েতে বিক্ষোভের কিছু দিন পরই সেখানে সরকারের পদত্যাগের ঘটনা ঘটে।#
পার্সটুডে/এসএ/১৭
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।