ইরানের তীব্র প্রতিবাদের মুখে নিজ আচরণের ব্যাখ্যা দিল কুয়েত
-
ইরানের রাষ্ট্রদূত মোহাম্মাদ ইরানির সঙ্গে কুয়েতের উপ পররাষ্ট্রমন্ত্রী খালিদ জারুল্লাহ\'র সাক্ষাৎ
ইরানের একটি বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীর নেতার সঙ্গে কুয়েতের পার্লামেন্ট স্পিকারের সাক্ষাতের ঘটনায় তেহরান তীব্র প্রতিবাদ জানানোর পর এ ব্যাপারে ব্যাখ্যা দিয়েছে কুয়েত। দেশটির উপ পররাষ্ট্রমন্ত্রী বলেছেন,এ সাক্ষাতের ব্যাপারে কুয়েত সরকার কিছু জানে না এবং দেশটি ইরানের সার্বভৌমত্বের প্রতি পূর্ণ সম্মান প্রদর্শন করে।
কুয়েতের পার্লামেন্ট স্পিকার মারজুক আলী গানিম সম্প্রতি ইরানের বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী আল-আহওয়াজিয়া’র নেতা হাকিম আল-কা’বির সঙ্গে সাক্ষাৎ করেন।এই জঙ্গি গোষ্ঠী ইরানের দক্ষিণাঞ্চলীয় আহওয়াজ প্রদেশকে ইরান থেকে বিচ্ছিন্ন করার লক্ষ্যে সশস্ত্র তৎপরতা চালাচ্ছে।
ইরান ওই সাক্ষাতের তীব্র প্রতিবাদ জানায় এবং শনিবার তেহরানে নিযুক্ত কুয়েতের রাষ্ট্রদূতকে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করা হয়।এরপর গতকাল (রোববার)কুয়েতের উপ পররাষ্ট্রমন্ত্রী খালিদ জারুল্লাহ দেশটিতে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত মোহাম্মাদ ইরানি’র সঙ্গে সাক্ষাৎ করেন।
সাক্ষাৎ শেষে তিনি বলেন, আল-আহওয়াজিয়া গোষ্ঠীর নেতাকে কুয়েত সরকার আমন্ত্রণ জানায়নি এবং সরকারের অগোচরেই পার্লামেন্ট স্পিকারের সঙ্গে তার সাক্ষাৎ হয়েছে। তিনি বলেন, ইরানের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও অখণ্ডতার প্রতি কুয়েতের পূর্ণ সমর্থন রয়েছে।
জারুল্লাহ আরো বলেন,অন্য দেশের সার্বভৌমত্বের প্রতি সম্মান প্রদর্শন, সেসব দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করা এবং পার্শ্ববর্তী দেশগুলোর সঙ্গে সুপ্রতিবেশীসুলভ সম্পর্ক বজায় রাখা হচ্ছে কুয়েতের পররাষ্ট্রনীতির মূল বৈশিষ্ট্য।#
পার্সটুডে/এমএমআই/৩০
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।