ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে উচিৎ শিক্ষা দিয়েছে ইরান: লেবাননের আলেম সমাজ
(last modified Wed, 08 Jan 2020 12:35:18 GMT )
জানুয়ারি ০৮, ২০২০ ১৮:৩৫ Asia/Dhaka
  • লেবাননের কয়েক জন আলেম
    লেবাননের কয়েক জন আলেম

লেবাননের রাজধানী বৈরুতের ওলামা পরিষদ ইরাকে মার্কিন সামরিক ঘাঁটিতে হামলাকে স্বাগত জানিয়েছে। তারা এক বিবৃতিতে বলেছেন, ইরানের জেনারেল কাসেম সোলাইমানিকে হত্যার প্রতিশোধ নেয়ার অধিকার তেহরানের রয়েছে।

বৈরুতের আলেমরা এই হামলাকে স্বাগত জানাচ্ছে। ওলামা পরিষদের বিবৃতিতে আরও বলা হয়েছে, ইরান ও ইরাকে জেনারেল সোলাইমানি ও কমান্ডার আবু মাহদির প্রতি কোটি কোটি মানুষের শ্রদ্ধা এক ঐতিহাসিক ঘটনা। জনগণ ঐক্যবদ্ধভাবে আমেরিকাকে এই এলাকা থেকে বহিষ্কার করবে বলে তিনি জানান।

বৈরুতের আলেমবা বলেন, ইরান ইরাকের দুই মার্কিন ঘাঁটি লক্ষ্য করে বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। খুব শিগগিরই অন্য ফ্রন্ট থেকেও জবাব দেওয়া হবে বলে তারা আশা প্রকাশ করেন।

আজ (বুধবার) ভোরে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি ইরাকের আল আনবার ও আরবিল প্রদেশে মার্কিন ঘাঁটিতে হামলা চালিয়েছে। গত শুক্রবার বাগদাদ আন্তর্জাতিক বিমান বন্দরে মার্কিন সন্ত্রাসী হামলায় ইরানের জেনারেল সোলাইমানিসহ ১০ জন শহীদ হন।#

পার্সটুডে/এসএ/৮

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।