শোক জানাতে ওমান সফরে ইরানের পররাষ্ট্রমন্ত্রী; নয়া সুলতানের সঙ্গে বৈঠক
(last modified Sun, 12 Jan 2020 12:01:14 GMT )
জানুয়ারি ১২, ২০২০ ১৮:০১ Asia/Dhaka
  • শোক জানাতে ওমান সফরে ইরানের পররাষ্ট্রমন্ত্রী; নয়া সুলতানের সঙ্গে বৈঠক

ইসলামি প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ আজ (রোববার) মাস্কাটে ওমানের নয়া সুলতান হেইথাম বিন তারিকের সঙ্গে বৈঠক করেছেন। এ সময় তিনি দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদারে ইরানের প্রস্তুতির কথা ঘোষণা করেন।

ঐতিহাসিকভাবেই ওমান ও ইরান পরস্পরের বন্ধু বলে তিনি জানান। সুলতান কাবুসের মৃত্যুতে শোক জানাতে তিনি আজ ওমান সফর করেন। সুলতান কাবুসের মৃত্যুতে শোক ও সমবেদনা জানানোর পাশাপাশি নয়া সুলতানকে অভিনন্দন জানান জারিফ। 

ওমানের সুলতান কাবুসের মৃত্যুতে গতকালও ইরানের পক্ষ থেকে শোকবার্তা দেন মোহাম্মাদ জারিফ। তিনি বলেন, সুলতান কাবুসের মৃত্যু গোটা অঞ্চলের জন্য বড় ক্ষতি। নয়া সুলতানের যুগে ওমানের সঙ্গে ইরানের সুসম্পর্ক অটুট থাকবে বলে তিনি আশা প্রকাশ করেন।

জারিফ আজই ওমান থেকে দেশে ফিরবেন বলে কথা রয়েছে। কারণ আজ কাতারের আমির শেইখ তামিম এরইমধ্যে তেহরানে পৌঁছেছেন এবং পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মাহমুদ কোরেশি আজই তেহরানে পৌঁছাবেন। তাদের সঙ্গে জারিফের বৈঠক হওয়ার কথা রয়েছে।#

পার্সটুডে/এসএ/১২

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

ট্যাগ