সৌদি ড্রোন ভূপাতিত করল ইয়েমেনের সামরিক বাহিনী
https://parstoday.ir/bn/news/west_asia-i77258-সৌদি_ড্রোন_ভূপাতিত_করল_ইয়েমেনের_সামরিক_বাহিনী
ইয়েমেনের সামরিক বাহিনী আগ্রাসী সৌদি জোটের একটি পাইলটবিহীন বিমান বা ড্রোন ভূপাতিত করেছে। আল-মাসিরা টিভি চ্যানেল জানিয়েছে, হুদায়দা প্রদেশের আল-জাবালিয়া এলাকার আকাশে এটিকে ভূপাতিত করা হয়।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
ফেব্রুয়ারি ০৬, ২০২০ ২১:০৩ Asia/Dhaka
  • ইয়েমেনে ভূপাতিত একটি সৌদি ড্রোন (ফাইল ফটো)
    ইয়েমেনে ভূপাতিত একটি সৌদি ড্রোন (ফাইল ফটো)

ইয়েমেনের সামরিক বাহিনী আগ্রাসী সৌদি জোটের একটি পাইলটবিহীন বিমান বা ড্রোন ভূপাতিত করেছে। আল-মাসিরা টিভি চ্যানেল জানিয়েছে, হুদায়দা প্রদেশের আল-জাবালিয়া এলাকার আকাশে এটিকে ভূপাতিত করা হয়।

ইয়েমেনের বিমান প্রতিরক্ষা ইউনিট ক্ষেপণাস্ত্রের সাহায্যে ড্রোনটি ভূপাতিত করেছে।

গত কয়েক মাস ধরে ইয়েমেনের হুথি সমর্থিত সামরিক বাহিনী সৌদি নেতৃত্বাধীন আরব জোটের বিমান, হেলিকপ্টার ও ড্রোন নিয়মিতভাবে ভূপাতিত করে চলেছে। এতে বেশ উদ্বেগে রয়েছে সৌদি কর্তৃপক্ষ।

২০১৫ সালের মার্চ থেকে ইয়েমেনে আগ্রাসন চালিয়ে আসছে সৌদি আরব ও তার কয়েকটি মিত্র দেশ। গত চার বছরের আগ্রাসনে ইয়েমেনের অসংখ্য মানুষ হতাহত হয়েছে। এছাড়া দেশটির মৌলিক অবকাঠামো ধ্বংস হয়ে গেছে।#

পার্সটুডে/এসএ/৬

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।