'মার্কিন ঘাঁটির ওপর হামলায় হাশদ আশ-শাবি জড়িত নয়: ইরাক
https://parstoday.ir/bn/news/west_asia-i77265-'মার্কিন_ঘাঁটির_ওপর_হামলায়_হাশদ_আশ_শাবি_জড়িত_নয়_ইরাক
ইরাকের সামরিক ও গোয়েন্দা কর্মকর্তা বলেছেন, কিরকুকের কে-ওয়ান মার্কিন সামরিক ঘাঁটিতে হামলা এবং আমেরিকার একজন ঠিকাদার নিহত হওয়ার ঘটনায় স্বেচ্ছাসেবী সংগঠন পপুলার মোবিলাইজেশন ইউনিট বা হাশদ আশ-শাবি জড়িত ছিল না। ইরাকি কর্মকর্তাদের বরাত দিয়ে গতকাল (বৃহস্পতিবার) দৈনিক নিউ ইয়র্ক টাইমস এ খবর দিয়েছে।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
ফেব্রুয়ারি ০৭, ২০২০ ১০:২২ Asia/Dhaka
  • কে-ওয়ান সামরিক ঘাঁটির প্রধান ফটক
    কে-ওয়ান সামরিক ঘাঁটির প্রধান ফটক

ইরাকের সামরিক ও গোয়েন্দা কর্মকর্তা বলেছেন, কিরকুকের কে-ওয়ান মার্কিন সামরিক ঘাঁটিতে হামলা এবং আমেরিকার একজন ঠিকাদার নিহত হওয়ার ঘটনায় স্বেচ্ছাসেবী সংগঠন পপুলার মোবিলাইজেশন ইউনিট বা হাশদ আশ-শাবি জড়িত ছিল না। ইরাকি কর্মকর্তাদের বরাত দিয়ে গতকাল (বৃহস্পতিবার) দৈনিক নিউ ইয়র্ক টাইমস এ খবর দিয়েছে।

গত ২৭ ডিসেম্বর কিরকুক শহরের কে-ওয়ান মার্কিন ঘাঁটিতে সন্দেহভাজন রকেট হামলা হয়। ওই হামলায় একজন মার্কিন ঠিকাদার নিহত হয়েছিল। হামলার ব্যাপারে পপুলার মোবিলাইজেশন ইউনিটের কাতাইব হিজবুল্লাহকে দায়ী করে ২৯ ডিসেম্বর সংগঠনটির কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টারে হামলা চালায় মার্কিন সেনারা। এতে পপুলার মোবিলাইজেশন ইউনিটের অন্তত ২৫ যোদ্ধা নিহত হন।

পুলার মোবিলাইজেশন ইউনিটের যোদ্ধাদের ফাইল ফটো

পপুলার মোবিলাইজেশন ইউনিট মার্কিন আগ্রাসনের প্রতিশোধ নেয়ার অঙ্গীকার ব্যক্ত করেছিল। পাশাপাশি মার্কিন হামলার পর ইরাকের রাজধানী বাগদাদে মার্কিন দূতাবাসের সামনে হাজার হাজার মানুষ বিক্ষোভ করেন। পপুলার মোবিলাইজেশন ইউনিট দীর্ঘদিন ধরে ইরাকি সামরিক বাহিনীর সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে উগ্র সন্ত্রাসী গোষ্ঠী দায়েশের বিরুদ্ধে লড়াই করে আসছে।

মার্কিন ঘাঁটির ওপর হামলায় পপুলার মোবিলাইজেশন ইউনিটের জড়িত থাকার ব্যাপারে সন্দেহ প্রকাশ করেছেন ইরাকের সামরিক এবং গোয়েন্দা কর্মকর্তারা। তারা বলছেন, কিরকুকের এ ঘাঁটি লক্ষ্য করে সন্ত্রাসীরা মাঝেমধ্যেই হামলা চালায়।#

পার্সটুডে/এসআইবি/৭