ট্রাম্পের 'ডিল অব দ্যা সেঞ্চুরি' ডাস্টবিনে ফেললেন কুয়েতের সংসদ স্পিকার (ভিডিও)
https://parstoday.ir/bn/news/west_asia-i77311
কুয়েতের সংসদ স্পিকার মারজুক আল গানিম মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কথিত 'ডিল অব দ্যা সেঞ্চুরি'র কঠোর সমালোচনা করে এর একটি কপি ডাস্টবিনে ফেলেছেন।
(last modified 2025-07-09T12:00:31+00:00 )
ফেব্রুয়ারি ০৯, ২০২০ ০২:১৭ Asia/Dhaka
  • কুয়েতের সংসদ স্পিকার
    কুয়েতের সংসদ স্পিকার

কুয়েতের সংসদ স্পিকার মারজুক আল গানিম মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কথিত 'ডিল অব দ্যা সেঞ্চুরি'র কঠোর সমালোচনা করে এর একটি কপি ডাস্টবিনে ফেলেছেন।

তিনি শনিবার আরব দেশগুলোর সংসদীয় ইউনিয়নের জরুরি বৈঠকে সবার সামনে এভাবেই নিজের প্রতিক্রিয়া ব্যক্ত করেন।

কুয়েতের সংসদ স্পিকার বলেন, তারা টাকার বিনিময়ে আমাদের পবিত্র ভূমি নিয়ে নিতে চায়, আমরা প্রস্তাব করছি আমরা আপনাদের চেয়ে কয়েক গুণ বেশি টাকা দেব, কিন্তু শর্ত হলো আমাদের পবিত্র ভূমি থেকে সরে যেতে হবে।

এ কথা বলতে বলতে তিনি ট্রাম্পের কথিত 'ডিল অব দ্যা সেঞ্চুরি'র একটি কপি তার আসনের পাশে থাকা ডাস্টবিনে ছুড়ে ফেলেন। এ সময় তিনি বলেন, মার্কিন পরিকল্পনার উপযুক্ত স্থান হচ্ছে এই ডাস্টবিন।

আরব সংসদীয় ইউনিয়ন আনুষ্ঠানিকভাবে ডিল অব দ্যা সেঞ্চুরি প্রত্যাখ্যান করে বলেছে, সব মুসলিম দেশের উচিৎ এই পরিকল্পনা প্রত্যাখ্যান করা এবং দখলদার ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার মতো হঠকারি তৎপরতা থেকে বিরত থাকা।#

পার্সটুডে/এসএ/৯

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।