ইরাকে মার্কিন সামরিক ঘাঁটিতে রকেট হামলা; ধসে পড়েছে দেয়াল
(last modified Sat, 22 Feb 2020 12:12:38 GMT )
ফেব্রুয়ারি ২২, ২০২০ ১৮:১২ Asia/Dhaka
  • ইরাকে মার্কিন সামরিক ঘাঁটিতে রকেট হামলা; ধসে পড়েছে দেয়াল

ইরাকের নিনেভা প্রদেশে মার্কিন সামরিক ঘাঁটিতে রকেট হামলা হয়েছে। এই ঘাঁটিটি নিনেভা প্রদেশের প্রধান শহর মসুলের ৫৪ কিলোমিটার দক্ষিণ-পূর্বে অবস্থিত। তবে কোনো ব্যক্তি বা সংগঠন ওই হামলার দায় স্বীকার করে নি।

ইরাকের একটি নিরাপত্তা সূত্র জানিয়েছে, 'মাখমুর' নামের মার্কিন সামরিক ঘাঁটির দেয়ালে রকেটিটি আঘাত হেনেছে এবং এর ফলে দেয়ালের একটি অংশ ধসে পড়েছে। ইরাকে বর্তমানে পাঁচ হাজারের বেশি মার্কিন সেনা রয়েছে।

গত ৩ জানুয়ারি ভোররাতে ইরাকের রাজধানী বাগদাদের আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে ড্রোন হামলা চালিয়ে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি'র জেনারেল সোলাইমানিকে হত্যা করে সন্ত্রাসী ও দখলদার মার্কিন সেনারা। ওই হামলায় ইরাকের জনপ্রিয় স্বেচ্ছাসেবী সংগঠন হাশদ আশ-শাবির উপ প্রধান আবু মাহদি আল-মুহানদিসসহ মোট ১০ জন শহীদ হন।

ওই হত্যাকাণ্ডের পর ইরাকের সংসদ মার্কিন সেনাদের বহিষ্কারের জন্য একটি বিল অনুমোদন করেছে। একইসঙ্গে ইরাকিরা মার্কিন বাহিনী বিরোধী তৎপরতাও জোরদার করেছে।#

পার্সটুডে/এসএ/২২  

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

ট্যাগ