ইসরাইল অভিমুখে আবার রকেট হামলা করেছে প্রতিরোধ সংগঠনগুলো
https://parstoday.ir/bn/news/west_asia-i77727-ইসরাইল_অভিমুখে_আবার_রকেট_হামলা_করেছে_প্রতিরোধ_সংগঠনগুলো
অবরুদ্ধ গাজা উপত্যকায় ইহুদিবাদী সেনাদের বিমান হামলার প্রতিবাদে ইসরাইল অভিমুখে আবার রকেট হামলা শুরু করেছেন ফিলিস্তিনি প্রতিরোধ সংগ্রামীরা। তারা সোমবার গাজার নিকটবর্তী কয়েকটি ইসরাইলি শহর লক্ষ্য করে এসব রকেট নিক্ষেপ করেন।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
ফেব্রুয়ারি ২৫, ২০২০ ০৯:০৪ Asia/Dhaka
  • ইসরাইল অভিমুখে আবার রকেট হামলা করেছে প্রতিরোধ সংগঠনগুলো

অবরুদ্ধ গাজা উপত্যকায় ইহুদিবাদী সেনাদের বিমান হামলার প্রতিবাদে ইসরাইল অভিমুখে আবার রকেট হামলা শুরু করেছেন ফিলিস্তিনি প্রতিরোধ সংগ্রামীরা। তারা সোমবার গাজার নিকটবর্তী কয়েকটি ইসরাইলি শহর লক্ষ্য করে এসব রকেট নিক্ষেপ করেন।

এসব রকেট আকাশে উড্ডয়নের পর গাজার সীমান্তবর্তী ইসরাইলি শহরগুলোতে সাইরেন বাজানো হয় এবং বহু ইহুদিবাদী অভিবাসী ভূগর্ভস্থ আশ্রয় কেন্দ্রগুলোতে চলে যায়।

এর আগে রোববার রাতে গাজা উপত্যকার বিভিন্ন অবস্থানে বিমান হামলা চালায় বর্বর ইসরাইলি সেনারা।

নিহত ফিলিস্তিনি লাশ বুলডোজার দিয়ে পিষে ফেলা হচ্ছে (রোববারের ছবি)

এদিকে, রোববার গাজা সীমান্তে একজন ফিলিস্তিনি যুবককে গুলি করে হত্যা করার পর তার মরদেহের উপর দিয়ে বুলডোজার চালিয়ে দেয় ইহুদিবাদী সেনারা। ওই ঘটনার প্রতিবাদেও রোববার রাতে ইসরাইল অভিমুখে রকেটবর্ষণ করেছিল ফিলিস্তিনি প্রতিরোধ সংগঠনগুলো।#

পার্সটুডে/এমএমআই/২৫

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।