বিদেশীদের উপস্থিতি ছাড়াই ইরাক নিজেকে রক্ষা করতে সক্ষম: ইরান
https://parstoday.ir/bn/news/west_asia-i77736-বিদেশীদের_উপস্থিতি_ছাড়াই_ইরাক_নিজেকে_রক্ষা_করতে_সক্ষম_ইরান
ইরাকে নিযুক্ত ইসলামি প্রজাতন্ত্র ইরানের রাষ্ট্রদূত ইরাজ মাসজেদি বলেছেন, বিদেশীদের উপস্থিতি কিংবা কথিত আন্তর্জাতিক জোটের সাহায্য ছাড়াই ইরাক নিজেকে রক্ষা করতে সক্ষম।
(last modified 2025-11-11T14:44:42+00:00 )
ফেব্রুয়ারি ২৫, ২০২০ ১৬:২৪ Asia/Dhaka
  • ইরাজ মাসজেদি
    ইরাজ মাসজেদি

ইরাকে নিযুক্ত ইসলামি প্রজাতন্ত্র ইরানের রাষ্ট্রদূত ইরাজ মাসজেদি বলেছেন, বিদেশীদের উপস্থিতি কিংবা কথিত আন্তর্জাতিক জোটের সাহায্য ছাড়াই ইরাক নিজেকে রক্ষা করতে সক্ষম।

ইরাকের সাবেক রাজনৈতিক নেতা আয়াতুল্লাহ সাইয়্যেদ মুহাম্মদ বাকের আল-হাকিমের এক স্মরণসভায় বক্তব্য রাখতে গিয়ে ইরানের রাষ্ট্রদূত একথা বলেন। তিনি বলেন, মার্কিন সেনাসহ বিদেশি যেকোনো বাহিনীর সাহায্য ছাড়া ইরাকের জনগণ পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে সক্ষম। আমেরিকার ঘাঁটি যেখানে রয়েছে সেই জাতির জন্য নিরাপত্তাহীনতা সৃষ্টি এবং দুঃখ-দুর্দশা বয়ে আনার জন্য আর কিছুর প্রয়োজন নেই।

ইরাকে মোতায়েন মার্কিন সেনা

ইরাজ মাসজেদি বলেন- মূসা সাদর, আয়াতুল্লাহ হাকিম, জেনারেল সোলাইমানি এবং আল-মুহান্দিসের মতো শহীদদের রক্ত আমেরিকার বিরুদ্ধে মনোবল দৃঢ় করবে। লেফটেন্যান্ট জেনারেল সোলাইমানি এবং আবু মাহদি আল-মুহান্দিস ছিলেন সন্ত্রাসবাদ-বিরোধী লড়াইয়ের যোগ্য সঙ্গী এবং আজকে ইরাকের পুনর্গঠনের সময় ইরান তার পাশে দাঁড়িয়েছে।#

পার্সটুডে/এসআইবি/২৫