ইদলিবে যুদ্ধবিরতি লঙ্ঘনের পাল্টাপাল্টি অভিযোগ তুরস্ক ও সিরিয়ার
(last modified Wed, 11 Mar 2020 10:39:05 GMT )
মার্চ ১১, ২০২০ ১৬:৩৯ Asia/Dhaka
  • ইদলিবে যুদ্ধবিরতি লঙ্ঘনের পাল্টাপাল্টি অভিযোগ তুরস্ক ও সিরিয়ার

সিরিয়া ও তুরস্ক পরস্পরের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ করেছে। উভয় দেশই বলেছে, ইদলিবে আংশিকভাবে যুদ্ধবিরতি লঙ্ঘনের ঘটনা ঘটেছে।

সম্প্রতি সিরিয়া এই অভিযোগ করার আজ (বুধবার) তুর্কি প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান একই অভিযোগ করে বলেছেন, সিরিয়ার সেনাবাহিনী আংশিকভাবে যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে, রাশিয়াকে বিষয়টি খতিয়ে দেখতে হবে।

তিনি হুমকি দিয়ে বলেন, সিরিয়ায় অবস্থিত তুর্কি ঘাঁটিতে যেকোনো হামলার কঠোর জবাব দেয়া হবে। এরদোগান আরও বলেন, তুরস্কের পর্যবেক্ষণ পয়েন্টগুলোতে হামলা হলেই পাল্টা হামলার মুখে পড়বে সিরিয়ার বাহিনী। তুর্কি প্রেসিডেন্ট বলেন, তারা যুদ্ধবিরতি লাইনের কাছাকাছি এলাকায় কঠোর পর্যবেক্ষণ চালাচ্ছে এবং যেকোনো ধরনের প্রতিশ্রুতি লঙ্ঘনের জবাব দিতে প্রস্তুত রয়েছে।

এর আগে সিরিয়ার সেনাবাহিনী বলেছে, তারা ইদলিবে যুদ্ধবিরতি লঙ্ঘনের কঠোর জবাব দিতে প্রস্তুত রয়েছে। ইদলিব হচ্ছে সিরিয়ার অবিচ্ছেদ্য ভূখণ্ড।

সম্প্রতি তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান রাশিয়ায় গিয়ে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করেন এবং ইদলিবে যুদ্ধবিরতি লঙ্ঘনের ঘোষণা দেন। এরপর থেকে সেখানে বড় ধরণের সংঘাত বন্ধ রয়েছে।#

পার্সটুডে/এসএ/১১

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।