সিরিয়ায় মার্কিন বাহিনীর গাড়িতে হামলা
https://parstoday.ir/bn/news/west_asia-i79234-সিরিয়ায়_মার্কিন_বাহিনীর_গাড়িতে_হামলা
সিরিয়ার উত্তরাঞ্চলীয় হাসাকা প্রদেশে মার্কিন সামরিক বাহিনীর একটি গাড়িতে অজ্ঞাতপরিচয় বন্দুকধারীরা হামলা চালিয়েছে। সিরিয়ার সরকারি বার্তা সংস্থা সানা এ খবর দিয়েছে।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
এপ্রিল ২০, ২০২০ ২০:৫৮ Asia/Dhaka
  • মার্কিন সামরিক যানে হামলা
    মার্কিন সামরিক যানে হামলা

সিরিয়ার উত্তরাঞ্চলীয় হাসাকা প্রদেশে মার্কিন সামরিক বাহিনীর একটি গাড়িতে অজ্ঞাতপরিচয় বন্দুকধারীরা হামলা চালিয়েছে। সিরিয়ার সরকারি বার্তা সংস্থা সানা এ খবর দিয়েছে।

বেসামরিক সূত্রের বরাত দিয়ে সানা আজ (সোমবার) জানিয়েছে, আমেরিকার সামরিক যানে সেনা বহন করা হচ্ছিল। এছাড়া, তাতে কয়েকজন মার্কিন সমর্থিত কুর্দি গেরিলা ছিল। হাসাকা প্রদেশের দক্ষিণে রুশেদ গ্রামে মার্কিন সামরিক যানের ওপর হামলা হয়।

সানার রিপোর্টে বলা হয়েছে, হাসাকা প্রদেশের খারাফি সড়কে যানটি হামলার শিকার হয় এবং সেখানে সেটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। এতে আমেরিকার বেশ কয়েকজন সেনা আহত হয়েছে।

এর আগে হাসাকা প্রদেশে বেশ কয়েকবার মার্কিন সামরিক বহরে স্থানীয় বেসামরিক জনগণ ইট ও পাথর নিয়ে হামলা চালিয়েছে। কখনো কখনো জনতার প্রতিরোধের মুখে মার্কিন সামরিক বহর পিছু হটতে বাধ্য হয়েছে।#

পার্সটুডে/এসআইবি/২০