সিরিয়ার হাসাকা প্রদেশে আরো সেনা বহর পাঠিয়েছে তুরস্ক
https://parstoday.ir/bn/news/west_asia-i79320-সিরিয়ার_হাসাকা_প্রদেশে_আরো_সেনা_বহর_পাঠিয়েছে_তুরস্ক
সিরিয়ার পূর্বাঞ্চলীয় হাসাকা প্রদেশে আরো সেনাবহর পাঠিয়েছে তুরস্কের সরকার। সিরিয়া সরকারের অনুমতি ছাড়া এই কাজ বছরের পর বছর করে যাচ্ছে তুর্কি সরকার।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
এপ্রিল ২৩, ২০২০ ২৩:৩৬ Asia/Dhaka
  • তুর্কি সমর্থিত সন্ত্রাসীরা
    তুর্কি সমর্থিত সন্ত্রাসীরা

সিরিয়ার পূর্বাঞ্চলীয় হাসাকা প্রদেশে আরো সেনাবহর পাঠিয়েছে তুরস্কের সরকার। সিরিয়া সরকারের অনুমতি ছাড়া এই কাজ বছরের পর বছর করে যাচ্ছে তুর্কি সরকার।

একটি অজ্ঞাত সূত্রের বরাত দিয়ে সিরিয়ার সরকারি বার্তা সংস্থা সানা জানিয়েছে, তুর্কি সেনা বহরে চারটি সামরিক যান ছিল যাতে মেশিনগান বসানো ছিল। এসব গাড়ি হাসাকা প্রদেশের আবু রাজিন এলাকার দুটি গ্রামে মোতায়েন করা হয়েছে। এছাড়া, তুর্কি সমর্থিত সন্ত্রাসী গোষ্ঠীগুলোর মধ্যে প্রচুর অস্ত্র ও গোলাবারুদ বিতরণ করা হয়েছে। তুর্কি সমর্থিত সন্ত্রাসীরা এসব অস্ত্র ও গোলাবারুদ দিয়ে সিরিয়ার বেসামরিক এবং সামরিক সদস্যদের ওপর হামলা চালায়।  

২০১১ সালে সিরিয়ায় বিদেশি মদদপুষ্ট সন্ত্রাসীরা সহিংসতা শুরু করলে তুরস্ক প্রথম থেকেই তাতে সমর্থন দিচ্ছে। কিছুদিন আগে রাশিয়ার সঙ্গে যুদ্ধবিরতির চুক্তি হয়েছে কিন্তু সেই চুক্তিও লঙঘন করছে আঙ্কারা।#

পার্সটুডে/এসআইবি/২৩