সাঁড়াশি অভিযানে গুরুত্বপূর্ণ গ্রাম মুক্ত; ২০০ দায়েশ নিহত
https://parstoday.ir/bn/news/west_asia-i7936-সাঁড়াশি_অভিযানে_গুরুত্বপূর্ণ_গ্রাম_মুক্ত_২০০_দায়েশ_নিহত
ইরাকের নেইনাভা প্রদেশে অবস্থিত কৌশলগত দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ মাহানা গ্রামের দখল নিয়েছে দেশটির সরকারি বাহিনী। ইরাকের নিরাপত্তা বাহিনী গ্রামটি দখলের জন্য বড় ধরনের অভিযান চালায় এবং বিমান বাহিনী এতে জোরালো সমর্থন দেয়। অভিযানে উগ্র সন্ত্রাসী গোষ্ঠী আইএসআইএল বা দায়েশের অন্তত ২০০ সন্ত্রাসী নিহত হয়েছে।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
এপ্রিল ২৮, ২০১৬ ০২:২৫ Asia/Dhaka
  • সাঁড়াশি অভিযানে গুরুত্বপূর্ণ গ্রাম মুক্ত; ২০০ দায়েশ নিহত

ইরাকের নেইনাভা প্রদেশে অবস্থিত কৌশলগত দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ মাহানা গ্রামের দখল নিয়েছে দেশটির সরকারি বাহিনী। ইরাকের নিরাপত্তা বাহিনী গ্রামটি দখলের জন্য বড় ধরনের অভিযান চালায় এবং বিমান বাহিনী এতে জোরালো সমর্থন দেয়। অভিযানে উগ্র সন্ত্রাসী গোষ্ঠী আইএসআইএল বা দায়েশের অন্তত ২০০ সন্ত্রাসী নিহত হয়েছে।

কৌশলগত দিক দিয়ে গুরুত্বপূর্ণ মাহানা গ্রামটি মুক্ত করার জন্য বুধবার সকালে অভিযান শুরু করে সামরিক বাহিনী। এই এলাকা থেকে দায়েশ সন্ত্রাসীরা নেইনাভার পূর্বাঞ্চলীয় জেলাগুলোতে রকেট হামলা চালাত। ইরাকের নেইনাভা সামরিক কমান্ড জানিয়েছে, এই গ্রামে দায়েশের স্পেশাল ফোর্সের অবস্থান ছিল।

ইরাকি সামরিক বাহিনীর অভিযানের সময় গোলন্দাজ বাহিনীর গোলা ও বিমান বাহিনীর বোমাবর্ষণে দায়েশের চারটি গাড়ি ও বেশ কয়েকটি রকেট লাঞ্চার প্যাড ধ্বংস হয়েছে। গত ২৪ মার্চ ইরাকি বাহিনী নেইনাভা প্রদেশ মুক্ত করার জন্য প্রথম পর্যায়ের অভিযান শুরু করে।#

সিরাজুল ইসলাম/২৮