আফগানিস্তানে অচিরেই গণি-আব্দুল্লাহর মাঝে সমঝোতার সম্ভাবনা
https://parstoday.ir/bn/news/west_asia-i79506-আফগানিস্তানে_অচিরেই_গণি_আব্দুল্লাহর_মাঝে_সমঝোতার_সম্ভাবনা
আফগানিস্তানের ভাইস প্রেসিডেন্ট সারোয়ার দানেশ বলেছেন: আশরাফ গণি এবং আব্দুল্লাহ আব্দুল্লাহর মাঝে শীঘ্রই চূড়ান্ত সমঝোতার সম্ভাবনা রয়েছে। এর মাধ্যমে দুই পক্ষের মধ্যকার বিরোধ ও রাজনৈতিক উত্তেজনার অবসান ঘটবে।
(last modified 2025-11-28T10:09:50+00:00 )
মে ০১, ২০২০ ১৬:১০ Asia/Dhaka
  • আশরাফ গণি (ডানে) ও আব্দুল্লাহ আব্দুল্লাহ
    আশরাফ গণি (ডানে) ও আব্দুল্লাহ আব্দুল্লাহ

আফগানিস্তানের ভাইস প্রেসিডেন্ট সারোয়ার দানেশ বলেছেন: আশরাফ গণি এবং আব্দুল্লাহ আব্দুল্লাহর মাঝে শীঘ্রই চূড়ান্ত সমঝোতার সম্ভাবনা রয়েছে। এর মাধ্যমে দুই পক্ষের মধ্যকার বিরোধ ও রাজনৈতিক উত্তেজনার অবসান ঘটবে।

সারোয়ার দানেশ গতকাল জাতিসংঘের বিশেষ প্রতিনিধি ডেব্রা লায়ন্সের সঙ্গে এ বিষয়ে আলাপকালে বলেন: শীঘ্রই আশরাফ গণি এবং আব্দুল্লাহ আব্দুল্লাহর মধ্যকার বিরোধ ও রাজনৈতিক উত্তেজনা মিটে যাবে। সম্প্রতি আশরাফ গণি ঘোষণা করেছেন একটি উচ্চ শান্তি পরিষদ (হাই পিস কাউন্সিল) গঠন করা হবে এবং আব্দুল্লাহ আব্দুল্লাহ হবেন ওই কাউন্সিলের প্রধান। তিনি ভাইস প্রেসিডেন্টের পদ মর্যাদা ভোগ করবেন।

আফগান নির্বাচন কমিশন প্রেসিডেন্ট নির্বাচনে আশরাফ গণিকে বিজয়ী বলে ঘোষণা করার পর আব্দুল্লাহ আব্দুল্লাহ ওই ফলাফল মেনে নিতে অস্বীকার করে। পরবর্তীকালে দুজনই পৃথক পৃথকভাবে প্রেসিডেন্ট হিসেবে শপথ নেয়ার মাধ্যমে রাজনৈতিক অস্থিতিশীলতা দেখা দেয়।#

পার্সটুডে/এনএম/১

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।