ইব্রাহিমি মসজিদে ফিলিস্তিনিদের ঢুকতে বাধা দিল ইসরাইলি সেনারা
https://parstoday.ir/bn/news/west_asia-i80269-ইব্রাহিমি_মসজিদে_ফিলিস্তিনিদের_ঢুকতে_বাধা_দিল_ইসরাইলি_সেনারা
অধিকৃত ফিলিস্তিনের আল-খলিল বা হেব্রন শহরের ইব্রাহিমি মসজিদে আজ জুমার নামাজ পড়তে বাধা দিয়েছে দখলদার ইসরাইলি বাহিনী।
(last modified 2025-09-29T12:37:45+00:00 )
মে ২৯, ২০২০ ১৬:২৮ Asia/Dhaka
  • ইব্রাহিমি মসজিদ ও মাজার
    ইব্রাহিমি মসজিদ ও মাজার

অধিকৃত ফিলিস্তিনের আল-খলিল বা হেব্রন শহরের ইব্রাহিমি মসজিদে আজ জুমার নামাজ পড়তে বাধা দিয়েছে দখলদার ইসরাইলি বাহিনী।

আল-খলিল ওয়াক্‌ফ বোর্ডের পরিচালক আবু সানিনা বলেছেন, ইব্রাহিমি মসজিদে নামাজ পড়তে আসা বহু মুসল্লিকে ভেতরে ঢুকতে দেওয়া হয় নি। আশেপাশের তল্লাশি চৌকিগুলো থেকেই তাদেরকে ফেরৎ পাঠানো হয়েছে। এছাড়া ইব্রাহিমি মসজিদ থেকে আজানও প্রচার করতে দেওয়া হয় নি। তিনি বলেন, এ ধরণের নানা অন্যায় পদক্ষেপের মাধ্যমে এই মসজিদ ও মাজারকে মুসল্লিশূন্য করা পায়তারা চালানো হচ্ছে।

আবু সানিনা বলেন, ইব্রাহিমি মসজিদে ফিলিস্তিনিদের প্রবেশে বাধা দিয়ে ইসরাইল আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছে। তারা এ মাধ্যমে ইসলামি পবিত্র স্থানগুলোর ওপর আঘাত করছে।

গত মঙ্গলবারও ইব্রাহিমি মসজিদে মুসল্লিদের প্রবেশে বাধা দেয় দখলদার বাহিনী। তারা সেদিন মাত্র ৫০ জন ফিলিস্তিনিকে মসজিদে ঢুকতে দিয়েছিল।

বেশিরভাগ ঐতিহাসিকের মতে, ইব্রাহিমি মসজিদেই রয়েছে হজরত ইব্রাহিম (আ.)'র মাজার। এ কারণে এই মসজিদটি ইব্রাহিম (আ.)'র মাজার হিসেবেও পরিচিত।#     

পার্সটুডে/এসএ/২৯

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।