ইরাকের ‘পিকেকে অবস্থানে’ তুরস্কের বিমান হামলা
-
তুর্কিূ বিমানের অভিযান
ইরাকের উত্তরাঞ্চলে কয়েকটি অবস্থানে বিমান হামলা চালিয়েছে তুরস্ক। তুর্কি প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করছে, পিকেকে কুর্দি গেরিলাদের অবস্থান লক্ষ্য করে এসব হামলা চালানো হয়েছে।
তুর্কি মন্ত্রণালয় এক টুইটার পোস্টে বলেছে, “অপারেশন ক্ল-ঈগল’ শুরু হয়েছে এবং আমাদের বিমান সন্ত্রাসীদের গুহাগুলো ধ্বংস করে দিয়েছে।”
বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, তুরস্কের দিয়ারবাকির ও মালাত্যা শহরের কয়েকটি ঘাঁটি থেকে জঙ্গিবিমানগুলো ওড়ে এবং উত্তর ইরাকের পিকেকে অবস্থানে হামলা চালায়। তুর্কি মন্ত্রণালয় জানিয়েছে, ইরান সীমান্তের কাছে কান্দিল এলাকায়ও তুর্কি বিমানগুলো বোমাবর্ষণ করে।
তুরস্কের সামরিক বাহিনী নিয়মিতই দেশের ভেতরে ও ইরাকের উত্তরাঞ্চলে কুর্দি গেরিলাদের ওপর বিমান হামলা চালিয়ে আসছে। পিকেকে গেরিলাদেরকে তুরস্ক সন্ত্রাসী গোষ্ঠী বলে গণ্য এবং ১৯৮৪ সাল থেকে এ গোষ্ঠীর বিরুদ্ধে সামরিক অভিযান চালয়ে আসছে। এসব অভিযানে ৪০ হাজারের বেশি মানুষ মারা গেছে।#
পার্সটুডে/এসআইবি/১৫