ইসরাইলকে ঠেকাতে হামাস-ফাতাহ'র ঐক্যের ঘোষণাকে স্বাগত জানাল ইসলামি জিহাদ
https://parstoday.ir/bn/news/west_asia-i81164-ইসরাইলকে_ঠেকাতে_হামাস_ফাতাহ'র_ঐক্যের_ঘোষণাকে_স্বাগত_জানাল_ইসলামি_জিহাদ
দখলদার ইসরাইলি ষড়যন্ত্র মোকাবেলায় ঐক্যবদ্ধভাবে কাজ করার বিষয়ে হামাস ও ফাতাহ'র ঘোষণাকে স্বাগত জানিয়েছে ফিলিস্তিনের আরেক প্রভাবশালী সংগঠন ইসলামি জিহাদ।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
জুলাই ০৩, ২০২০ ১৮:৫৩ Asia/Dhaka
  • নাফিয আয্‌যাম
    নাফিয আয্‌যাম

দখলদার ইসরাইলি ষড়যন্ত্র মোকাবেলায় ঐক্যবদ্ধভাবে কাজ করার বিষয়ে হামাস ও ফাতাহ'র ঘোষণাকে স্বাগত জানিয়েছে ফিলিস্তিনের আরেক প্রভাবশালী সংগঠন ইসলামি জিহাদ।

সংগঠনটির পলিট ব্যুরোর সদস্য নাফিয আয্‌যাম বলেছেন, হামাস ও ফাতাহ পারস্পরিক সহযোগিতার যে ঘোষণা দিয়েছে তা ফিলিস্তিনে একটি ইতিবাচক পরিবর্তন। তিনি জোর বলেন, দখলদার শক্তিকে মোকাবেলা করে ফিলিস্তিনি জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য সব ফিলিস্তিনি দল ও সংগঠনকে  অবশ্যই ঐক্যবদ্ধ হতে হবে, এক সারিতে দাঁড়াতে হবে।

ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাস এবং প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের নেতৃত্বাধীন ফাতাহ আন্দোলন ইহুদিবাদী ইসরাইলের ভূমি দখল পরিকল্পনার বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রতিশ্রুতি ব্যক্ত করেছে। গতকাল (বৃহস্পতিবার) ফিলিস্তিনের রামাল্লাহ শহরে অনুষ্ঠিত এক ভিডিও কনফারেন্সের মাধ্যমে দু দল এই প্রতিশ্রুতি ব্যক্ত করে।

দখলদার ইসরাইল পহেলা জুলাই বুধবার থেকে পশ্চিম তীরের ৩০ শতাংশ ভূখণ্ড গ্রাসের পরিকল্পনা বাস্তবায়ন করবে বলে এর আগে ঘোষণা করেছিল। তবে ফিলিস্তিনি জনগণসহ বিভিন্ন দেশের চাপের মুখে দখলদার শক্তি দখল-পরিকল্পনা বাস্তবায়নের কাজ কিছুটা পিছিয়ে দিয়েছে।#

পার্সটুডে/সোহেল আহম্মেদ/৩

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।