করোনাভাইরাস: এবারের হজে কাবা ঘর ছোঁয়া যাবে না
করোনাভাইরাস আরও ছড়িয়ে পড়ার আশঙ্কায় এবারের হজে কাবা ঘর ছোঁয়ার ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। সৌদি আরবের সরকারি বার্তা সংস্থা এ তথ্য জানিয়েছে।
সৌদি প্রেস এজেন্সি জানিয়েছে, প্রচণ্ড আবেগ আর ভালোবাসার কারণে সব হাজীরই স্বপ্ন থাকে অন্তত একবার হলেও কাবা ঘর ছুঁয়ে দেখার। কিন্তু করোনাভাইরাসের এই সময়ে এমনটা চালু থাকলে সংক্রমণ ছড়িয়ে পড়তে পারে। বিশেষজ্ঞদের মতামত অনুযায়ী, এ বছর তাই কাবা ঘর স্পর্শ করা নিষিদ্ধ ঘোষিত হয়েছে।
প্রতি বছর যে পরিমাণ মানুষ হজ পালন করে থাকেন এবার তার ৯০ শতাংশই থাকছে না। স্বল্প সংখ্যক ব্যক্তি হজের সুযোগ পাচ্ছেন। এরপরও সতর্ক থাকতেই হচ্ছে, কারণ সংক্রামক এই রোগ থেকে বাঁচতে কিছু বিধিনিষেধ মেনে চলতেই হবে।
দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় বলেছে, তাওয়াফের ক্ষেত্রে নির্দিষ্ট দূরত্ব (দেড় মিটার) বজায় রাখার বিধান জারি করা হয়েছে। নামাজের সময়ও একই দূরত্ব বজায় রাখতে হবে। আরাফাতের ময়দানসহ অন্যান্য স্থানেও স্বাস্থ্যবিধি মানতে হবে।
সৌদি আরবে সংক্রমণ প্রতিদিনই বাড়ছে। এ পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ২ লাখ ৯ হাজারের বেশি। মারা গেছেন প্রায় দুই হাজার।#
পার্সটুডে/সোহেল আহম্মেদ/৭
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।