বিন সালমানের হাতে সাবেক যুবরাজের প্রাণহানির আশঙ্কা ইউরোপীয় পার্লামেন্টের
সৌদি কারাগারে আটক সাবেক যুবরাজ মোহাম্মাদ বিন নায়েফের শারিরীক অবস্থার অবনতিতে উদ্বেগ প্রকাশ করে ইউরোপীয় পার্লামেন্ট বলেছে, বর্তমান যুবরাজ মোহাম্মাদ বিন সালমানের হাতে সাবেক যুবরাজের মৃত্যু হতে পারে।
ওই পার্লামেন্টের এক বিবৃতির উদ্ধৃতি দিয়ে আলজাযিরা জানিয়েছে, “প্রাপ্ত তথ্যপ্রমাণ বলছে সৌদি কারাগারে আটক মোহাম্মাদ বিন নায়েফের শারিরীক অবস্থা ভালো নয়।আমরা সৌদি যুবরাজের প্রতি এই আহ্বান জানাব যে, তিনি যেন তার রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীদের ওপর দমনপীড়ন চালানো বন্ধ করেন।
প্রায় চারমাস আগে বিভিন্ন সংবাদ মাধ্যম খবর দিয়েছিল, মোহাম্মাদ বিন সালমান তার চাচা আহমাদ বিন আব্দুলআজিজ ও চাচাতো ভাই মোহাম্মাদ বিন নায়েফের জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে তাদেরকে আটক করে কারাগারে নিক্ষেপ করেছেন।
সৌদি রাজা সালমান ২০১৭ সালে মোহাম্মাদ বিন নায়েফকে সরিয়ে নিজের ছেলে মোহাম্মাদকে যুবরাজের আসনে বসান।তখন থেকে বিন নায়েফকে আর জনসমক্ষে দেখা যায়নি এবং কোনো কোনো সূত্র বলেছে যে, তাকে গৃহবন্দি করে রাখা হয়েছে।#
পার্সটুডে/এমএমআই/২৯
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।