চুক্তির পর ইসরাইলের সঙ্গে ফোন যোগাযোগ প্রতিষ্ঠা করছে সংযুক্ত আরব আমিরাত
https://parstoday.ir/bn/news/west_asia-i82327
ইহুদিবাদী ইসরাইল ও সংযুক্ত আরব আমিরাত পূর্ণাঙ্গ কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার জন্য সমঝোতায় পৌঁছানোর পর তেল আবিবের সঙ্গে টেলিফোন যোগাযোগ প্রতিষ্ঠার উদ্যোগ নিচ্ছে আবুধাবি। এজন্য এরইমধ্যে ইসরাইলের টেলিফোন সার্ভিসের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়েছে।
(last modified 2025-07-09T12:00:31+00:00 )
আগস্ট ১৭, ২০২০ ০৭:২৩ Asia/Dhaka
  • ইসরাইলের সঙ্গে চুক্তির পর আরব আমিরাতের বিরুদ্ধে মুসলিম বিশ্বে বিক্ষোভ ছড়িয়ে পড়েছে
    ইসরাইলের সঙ্গে চুক্তির পর আরব আমিরাতের বিরুদ্ধে মুসলিম বিশ্বে বিক্ষোভ ছড়িয়ে পড়েছে

ইহুদিবাদী ইসরাইল ও সংযুক্ত আরব আমিরাত পূর্ণাঙ্গ কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার জন্য সমঝোতায় পৌঁছানোর পর তেল আবিবের সঙ্গে টেলিফোন যোগাযোগ প্রতিষ্ঠার উদ্যোগ নিচ্ছে আবুধাবি। এজন্য এরইমধ্যে ইসরাইলের টেলিফোন সার্ভিসের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়েছে।

গতকাল রোববার ইসরাইল এবং আরব আমিরাতের পররাষ্ট্রমন্ত্রীরা তাদের প্রথম প্রকাশ্য ফোন আলাপ করেন। আরব আমিরাতের পররাষ্ট্রমন্ত্রী শেখ আব্দুল্লাহ বিন জায়েদ আল-নাহিয়ান এবং ইসরাইলের পররাষ্ট্রমন্ত্রী গাবি আশকেনাজি ফোনালাপের মাধ্যমে টেলিফোন লাইনের উদ্বোধন করেন।

এর অল্প কিছুক্ষণ পরেই আশকেনাজি তার টুইটার অ্যাকাউন্টে বার্তা দিয়ে জানিয়েছেন যে, দুই সরকার সরাসরি টেলিফোন লাইন প্রতিষ্ঠা করতে যাচ্ছে এবং তা খুব শিগগিরই সম্পন্ন হবে। সংযুক্ত আরব আমিরাত এবং ইসরাইলের সাধারণ জনগণও ফোন লিংক ব্যবহার করতে পারছে।

ইসরাইল ও আমিরাতের চুক্তি করতে মধ্যস্থতা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

এর আগে সংযুক্ত আরব আমিরাতে ইহুদিবাদী ইসরাইলের নিউজ ওয়েবসাইট নিষিদ্ধ থাকলেও এখন তা উন্মুক্ত করে দেয়া হয়েছে। সংযুক্ত আরব আমিরাতের পক্ষ থেকে এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন ইসরাইলের যোগাযোগমন্ত্রী ইয়োজ হেন্ডেল।

গত ১৩ আগস্ট ইসরাইল ও সংযুক্ত আরব আমিরাত পূর্ণাঙ্গ কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার ব্যাপারে একটি সমঝোতায় পৌঁছায়। চুক্তি করতে মধ্যস্থতা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চুক্তি অনুযায়ী ফিলিস্তিনের পশ্চিম তীর এবং জর্দান উপত্যকায় ফিলিস্তিনি স্বশাসন কর্তৃপক্ষের শাসন বাতিল বলে গণ্য করবে আরব আমিরাত। এ দুটি এলাকা নিজের দখলে নিতে চান ইসরাইলের যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।#

পার্সটুডে/এসআইবি/১৭

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।