কুয়েতের নতুন আমিরের সঙ্গে বৈঠক করলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী
https://parstoday.ir/bn/news/west_asia-i83591-কুয়েতের_নতুন_আমিরের_সঙ্গে_বৈঠক_করলেন_ইরানের_পররাষ্ট্রমন্ত্রী
কুয়েতের নতুন আমির শেখ নাওয়াফ আল-আহমাদ আস-সাবাহর সঙ্গে বৈঠক করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
অক্টোবর ০৪, ২০২০ ১৮:৪৭ Asia/Dhaka
  • কুয়েতের নতুন আমিরের সঙ্গে জাওয়াদ জারিফের বৈঠক
    কুয়েতের নতুন আমিরের সঙ্গে জাওয়াদ জারিফের বৈঠক

কুয়েতের নতুন আমির শেখ নাওয়াফ আল-আহমাদ আস-সাবাহর সঙ্গে বৈঠক করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ।

আজ (রোববার) ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে দেয়া বিবৃতিতে জানানো হয়েছে, প্রেসিডেন্ট ড. হাসান রুহানি নির্দেশনায় জাওয়াদ জারিফ কুয়েত সিটি সফর করেন এবং নতুন আমিরের সঙ্গে বৈঠকে বসেন।

বৈঠকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী সাবেক আমিরের মৃত্যুতে শোক প্রকাশ করেন এবং ইরানি জনগণের পক্ষ থেকে নতুন আমিরকে সান্ত্বনা দেন। গত মঙ্গলবার ৯১ বছর বয়সে সাবেক আমির শেখ সাবাহ আল-আহমাদ আস-সাবাহ ইন্তেকাল করেন।

বৈঠকে জাওয়াদ জারিফ নতুন আমিরকে অভিনন্দন জানান। শেখ নওয়াফ সাবেক আমিরের বৈমাত্রেয় ভাই। কুয়েত সিটি সফরের সময় জাওয়াদ জারিফ দেশটির পররাষ্ট্রমন্ত্রী আহমদ নাসের আল-মুহাম্মাদ আসসাবাহর সঙ্গেও বৈঠক করেন।

উভয় বৈঠকে জাওয়াদ জারিফ কুয়েতের প্রতি ইরানের পক্ষ থেকে পূর্ণাঙ্গ সমর্থন ঘোষণা করেন।#

পার্সটুডে/এসআইবি/৪