ইসরাইলকে গোলান মালভূমি  ত্যাগ করতে হবে: ন্যাম
https://parstoday.ir/bn/news/west_asia-i83749-ইসরাইলকে_গোলান_মালভূমি_ত্যাগ_করতে_হবে_ন্যাম
জোট নিরপেক্ষ আন্দোলন ন্যাম সরিয়ার গোলান মালভূমি ছেড়ে যেতে ইসরাইলের প্রতি আহ্বান জানিয়েছে।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
অক্টোবর ১০, ২০২০ ২০:১১ Asia/Dhaka
  • ন্যাম
    ন্যাম

জোট নিরপেক্ষ আন্দোলন ন্যাম সরিয়ার গোলান মালভূমি ছেড়ে যেতে ইসরাইলের প্রতি আহ্বান জানিয়েছে।

রুশ বার্তা সংস্থা স্পুৎনিক জানিয়েছে ন্যাম এক বিবৃতিতে ইসরাইলের প্রতি ওই আহ্বান জানায়।

গতকাল ন্যামভুক্ত দেশগুলো অনলাইন কনফারেন্সের পর একটি বিবৃতি প্রকাশ করে। বিবৃতিতে বলা হয়েছে: ইসরাইলকে অবশ্যই জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রস্তাবগুলো মেনে চলতে হবে এবং অধিকৃত গোলান মালভূমি ছেড়ে যেতে হবে।

১৯৬৭ সালে ইসরাইল সিরিয়ার গোলান মালভূমির এক হাজার ২০০ বর্গকিলোমিটারের মতো ভূমি দখল করে নিয়েছে। বিশ্বের কোনো দেশ ওই ভূমিকে ইসরাইলের বলে স্বীকৃতি দেয় নি। নিরাপত্তা পরিষদসহ আন্তর্জাতিক সম্প্রদায়ও ওই ভূমিকে ইসরাইল 'অধিকৃত' বলে অভিহিত করে এসেছে।#

পার্সটুডে/এনএম/১০

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।