সিরিয়ায় দামেস্কের প্রধান মুফতি গাড়ি বোমা বিস্ফোরণে নিহত
(last modified Fri, 23 Oct 2020 11:34:06 GMT )
অক্টোবর ২৩, ২০২০ ১৭:৩৪ Asia/Dhaka
  • নামাজে ইমামতি করছেন শেইখ আফিয়ুনি
    নামাজে ইমামতি করছেন শেইখ আফিয়ুনি

সিরিয়ার দামেস্কের গ্র্যান্ড মুফতি শেইখ মুহাম্মাদ আদনান আফিয়ুনি গাড়ি বোমা হামলায় নিহত হয়েছেন। সিরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানা এ তথ্য জানিয়েছে।

গতরাতে কুদসায়া শহরে তাকে বহনকারী গাড়িতে বোমা বিস্ফোরণে প্রথমে আহত হন প্রখ্যাত এই আলেম। এরপর তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৬ বছর। এখন পর্যন্ত কোনো ব্যক্তি বা গোষ্ঠী গাড়িতে বোমা পেতে রাখার দায় স্বীকার করেনি।

শেইখ মুহাম্মাদ আদনান আফিয়ুনি ইসলাম গবেষক হিসেবে সিরিয়ার বাইরেও পরিচিতি পেয়েছিলেন। তিনি সিরিয়ার জাতীয় ঐক্য ও সংহতির জন্য ব্যাপক চেষ্টা চালিয়েছেন। গোটা দামেস্ক প্রদেশের প্রধান মুফতি ছিলেন তিনি। ২০১৬ সালে তার ইমামতিতে ঈদুল আজহার নামাজে অংশ নেন সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ।  

বাশার আসাদের সঙ্গে কথা বলছেন মুফতি আফিয়ুনি

সিরিয়ায় ২০১১ সাল থেকে বিদেশি মদদে সহিংসতা ছড়িয়ে দেওয়া হয়েছে। সহিংসতায় এ পর্যন্ত অসংখ্য মানুষ হতাহত হয়েছে।#

পার্সটুডে/এসএ/২৩

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

ট্যাগ