চীনা ভ্যাকসিন হাতে পেয়েছে মোসাদ: ইসরাইলি গণমাধ্যমের দাবি
https://parstoday.ir/bn/news/west_asia-i84227-চীনা_ভ্যাকসিন_হাতে_পেয়েছে_মোসাদ_ইসরাইলি_গণমাধ্যমের_দাবি
ইহুদিবাদী ইসরাইলের গুপ্তচর সংস্থা মোসাদ প্রাণঘাতী করোনাভাইরাস প্রতিরোধী চীনা ভ্যাকসিন হাতে পেয়েছে। এমন দাবি করেছে ইসরাইলের গণমাধ্যম।
(last modified 2025-09-29T12:37:45+00:00 )
অক্টোবর ২৮, ২০২০ ১৮:১১ Asia/Dhaka
  • চীনা ভ্যাকসিন হাতে পেয়েছে মোসাদ: ইসরাইলি গণমাধ্যমের দাবি

ইহুদিবাদী ইসরাইলের গুপ্তচর সংস্থা মোসাদ প্রাণঘাতী করোনাভাইরাস প্রতিরোধী চীনা ভ্যাকসিন হাতে পেয়েছে। এমন দাবি করেছে ইসরাইলের গণমাধ্যম।

ইসরাইলের চ্যানেল-১২ টেলিভিশন সোমবার সংবাদ দিয়েছে যে, মোসাদ সাম্প্রতিক সপ্তাহগুলোতে চীনা ভ্যাকসিন অধিকৃত ভূখণ্ডে নিতে সক্ষম হয়েছে এবং এগুলো নিয়ে এখন তারা গবেষণা ও এর প্রস্তুত কৌশল শিখবে। আরো কয়েকটি ইসরাইলি সূত্র পরোক্ষভাবে এই খবর নিশ্চিত করেছে। তবে এ বিষয়ে চীনের পক্ষ থেকে এখনো কোনো মন্তব্য করা হয় নি।

এদিকে, ইসরাইলের স্বাস্থ্য মন্ত্রণালয়ের একজন শীর্ষ পর্যায়ের কর্মকর্তার বরাত দিয়ে জেরুজালেম পোস্ট জানিয়েছে, অন্য কয়েকটি দেশ থেকে তেল আবিব করোনাভাইরাসের ভ্যাকসিন কেনার চেষ্টা করছে। এ বিষয়ে বেশ কয়েকটি কূটনৈতিক প্রচেষ্টা কাজ করছে বলে ওই কর্মকর্তা জানান।

করোনাভাইরাসের মহামারী ছড়িয়ে পড়ার প্রথম দিক থেকেই মোসাদ ইসরাইলের স্বাস্থ্য মন্ত্রণালয়ের সঙ্গে একত্রে কাজ করছে। মোসাদের প্রধান ইয়োসি কোহেন ফেব্রুয়ারি থেকে মে মাস পার্যন্ত মেডিক্যাল সরঞ্জামাদি কেনার জন্য জয়েন্ট প্রকিউরমেন্ট কমান্ড সেন্টারের প্রধান হিসেবে কাজ করেছেন। পরে ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বিষয়টি স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীনে নেন।#

পার্সটুডে/এসআইবি/২৮