সৌদি আরবের জেদ্দা উপকূলে তেল ট্যাংকারে বিস্ফোরণ
(last modified Mon, 14 Dec 2020 12:01:28 GMT )
ডিসেম্বর ১৪, ২০২০ ১৮:০১ Asia/Dhaka
  • জেদ্দা উপকূলে তেল ট্যাংকারে বিস্ফোরণ
    জেদ্দা উপকূলে তেল ট্যাংকারে বিস্ফোরণ

সৌদি আরবের জেদ্দা উপকূলে একটি তেল ট্যাংকারে বিস্ফোরণ ঘটেছে বলে আল-জাজিরাসহ বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম জানিয়েছে। বিস্ফোরণের পর জাহাজটিতে আগুন ধরে যায় এবং জাহাজের একটি অংশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

লোহিত সাগরের যেখানে তেল ট্যাংকারটি অবস্থান করেছিল সেটি হচ্ছে সৌদি আরবের গুরুত্বপূর্ণ একটি বন্দর এবং আরামকো তেল স্থাপনার ডিসট্রিবিউশন সেন্টার।

শিপিং ফার্ম বি ডাব্লিউ গ্রুপ এক বিবৃতিতে জানিয়েছে যে, আজ (সোমবার) দিনের প্রথম দিকে ওই তেল ট্যাংকারে বিস্ফোরণ ঘটে। অভ্যন্তরীণ একটি উৎস থেকে জাহাজে আঘাত করা হয়েছে বলে বি ডাব্লিউ গ্রুপ জানিয়েছে।

সিঙ্গাপুরের পতাকাবাহী বি ডাব্লিউ রাইন নামের জাহাজে বিস্ফোরণের পর ২২ নাবিকের সবাই অক্ষত অবস্থায় বের হতে সক্ষম হয়েছেন। বি ডাব্লিউ গ্রুপ সতর্ক করেছে- বিস্ফোরণের পর ওই এলাকায় তেল ছড়িয়ে পড়তে পারে।

লন্ডনভিত্তিক ড্রাইয়াড গ্লোবাল নামে একটি সামুদ্রিক গোয়েন্দা সংস্থাও এই বিস্ফোরণের কথা জানিয়েছে। ইউনাইটেড কিংডম মেরনি ট্রেড অপারেশন্স ওই এলাকায় অবস্থানরত জাহাজগুলোকে কঠোর সর্তকতা অবলম্বনের পরামর্শ দিয়েছে।#

পার্সটুডে/এসআইবি/১৪