ইরানকে জড়িয়ে ইসরাইলি মিডিয়ার মিথ্যা খবর; আমিরাতের প্রতিবাদ
https://parstoday.ir/bn/news/west_asia-i85829-ইরানকে_জড়িয়ে_ইসরাইলি_মিডিয়ার_মিথ্যা_খবর_আমিরাতের_প্রতিবাদ
সংযুক্ত আরব আমিরাত সফররত ইসরাইলি পর্যটকদের ওপর হামলার পরিকল্পনা করার কারণে আমিরাতের নিরাপত্তা সংস্থা কয়েকজন ইরানি নাগরিককে আটক করেছে বলে ইসরাইলের গণমাধ্যম যে খবর দিয়েছে তা সম্পূর্ণ মিথ্যা বলে নাকচ করেছে আবুধাবি।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
জানুয়ারি ০৫, ২০২১ ১৭:০৬ Asia/Dhaka
  • দুবাই
    দুবাই

সংযুক্ত আরব আমিরাত সফররত ইসরাইলি পর্যটকদের ওপর হামলার পরিকল্পনা করার কারণে আমিরাতের নিরাপত্তা সংস্থা কয়েকজন ইরানি নাগরিককে আটক করেছে বলে ইসরাইলের গণমাধ্যম যে খবর দিয়েছে তা সম্পূর্ণ মিথ্যা বলে নাকচ করেছে আবুধাবি।

গতকাল (সোমবার) এক বিবৃতিতে সংযুক্ত আরব আমিরাত বলেছে, দুবাই সফররত ইসরাইলের কয়েকজন পর্যটকের ওপর ইরানি নাগরিকদের হামলার পরিকল্পনা সম্পর্কিত যে খবর গণমাধ্যমে প্রকাশিত হয়েছে তা প্রত্যাখ্যান করছে সংযুক্ত আরব আমিরাত সরকার।

আমিরাত সরকার এই গুজবকে ‘সম্পূর্ণ মিথ্যা’ বলে অভিহিত করেছে এবং সঠিক রিপোর্ট করার আহ্বান জানিয়েছে। এছাড়া রিপোর্ট করার সময় সরকারি সূত্রের বরাত দেয়ার পরামর্শ দিয়েছে যাতে মিথ্যা তথ্য এড়ানো যায়।

গত রোববার রাতে ইসরাইলের হিব্রু ভাষার চ্যানেল১২ টেলিভিশন দাবি করেছে, সংযুক্ত আরব আমিরাতের গোয়েন্দা কর্তৃপক্ষ দুবাই এবং আবুধাবি থেকে ইরানের বেশ কয়েকজন নাগরিককে আটক করেছে। চ্যানেলটি বলেছে, আরব আমিরাত সফর ইসরাইলি পর্যটকদের ওপর হামলার পরিকল্পনা করার সন্দেহে এসব ইরানি নাগরিককে আটক করা হয়।#

পার্সটুডে/এসআইবি/৫