ইরাকের আল-বালাদ বিমান ঘাঁটিতে রকেট হামলা
https://parstoday.ir/bn/news/west_asia-i87712-ইরাকের_আল_বালাদ_বিমান_ঘাঁটিতে_রকেট_হামলা
ইরাকের সালাউদ্দিন প্রদেশের আল-বালাদ বিমান ঘাঁটিতে রকেট হামলা হয়েছে। এই ঘাঁটিতে মার্কিন সন্ত্রাসী সেনাবাহিনীর সদস্যরাও অবস্থান করছে বলে জানা গেছে।
(last modified 2025-09-29T12:37:45+00:00 )
ফেব্রুয়ারি ২১, ২০২১ ১৮:০৯ Asia/Dhaka
  • ইরাকের আল-বালাদ বিমান ঘাঁটিতে রকেট হামলা

ইরাকের সালাউদ্দিন প্রদেশের আল-বালাদ বিমান ঘাঁটিতে রকেট হামলা হয়েছে। এই ঘাঁটিতে মার্কিন সন্ত্রাসী সেনাবাহিনীর সদস্যরাও অবস্থান করছে বলে জানা গেছে।

ইরাকের ‘সাবেরিন’ নিউজ চ্যানেল জানিয়েছে, শনিবার রাতে ঐ ঘাঁটিতে তিনটি রকেট আঘাত হেনেছে। তবে কেউ হতাহত হয়নি। আল-বালাদ ঘাঁটিটি রাজধানী বাগদাদের ৬০ কিলোমিটার উত্তরে অবস্থিত।

ইরাকে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটি ও সামরিক বহরে হামলার ঘটনা সম্প্রতি বেড়েছে। ইরাকের জনগণ ও রাজনৈতিক দলগুলো সেদেশে মার্কিন সেনা উপস্থিতির বিরোধিতা করছে। তারা সেদেশ থেকে অবিলম্বে মার্কিন সেনা প্রত্যাহার চায়।

এর আগে ইরাকের সংসদ মার্কিন সেনা বহিষ্কারের বিষয়ে একটি বিল অনুমোদন করেছে।

ইরাকের সাবেক প্রধানমন্ত্রী ও রাজনীতিবিদ নুরি আল মালিকি চলতি সপ্তাহেই ঘোষণা করেছেন, সেদেশে বিদেশি সেনাদের কোনো প্রয়োজন নেই।

ইরাকে তৎপর জঙ্গিগোষ্ঠীগুলোর প্রতি মার্কিন বাহিনী সমর্থন ও সহযোগিতা দিয়ে থাকে বলে অভিযোগ রয়েছে।#

পার্সটুডে/এসএ/২১

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফে