মা’রিবের কেন্দ্রস্থলের দিকে অগ্রসর হচ্ছে ইয়েমেনি বাহিনী
https://parstoday.ir/bn/news/west_asia-i89394-মা’রিবের_কেন্দ্রস্থলের_দিকে_অগ্রসর_হচ্ছে_ইয়েমেনি_বাহিনী
ইয়েমেনের জনপ্রিয় হুথি আনসারুল্লাহ আন্দোলন সমর্থিত সামরিক বাহিনী মা’রিব প্রদেশের কেন্দ্রস্থলের দিকে এগিয়ে যাচ্ছে। এরইমধ্যে তারা ওই প্রদেশের বহু জায়গা সৌদি নেতৃত্বাধীন জোটের সেনা ও তাদের ভাড়াটে সন্ত্রাসীদের হাত থেকে মুক্ত করেছে। 
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
মার্চ ৩১, ২০২১ ০৮:৩৫ Asia/Dhaka
  • ইয়েমেনি সেনা
    ইয়েমেনি সেনা

ইয়েমেনের জনপ্রিয় হুথি আনসারুল্লাহ আন্দোলন সমর্থিত সামরিক বাহিনী মা’রিব প্রদেশের কেন্দ্রস্থলের দিকে এগিয়ে যাচ্ছে। এরইমধ্যে তারা ওই প্রদেশের বহু জায়গা সৌদি নেতৃত্বাধীন জোটের সেনা ও তাদের ভাড়াটে সন্ত্রাসীদের হাত থেকে মুক্ত করেছে। 

মা’রিব শহরের পশ্চিম ও উত্তর-পশ্চিমের এসব জায়গা গতকাল (মঙ্গলবার) মুক্ত করা হয়। ইয়েমেনের আল-খাবার আল-ইয়েমেনি নামে একটি সংবাদ মাধ্যম এ খবর দিয়েছে। 

গত শনিবার থেকে নতুন করে ইয়েমেনের সেনারা ও হুথি যোদ্ধারা আগ্রাসীদের বিরুদ্ধে অভিযান শুরু করে। এরইমধ্যে তারা অনেক এলাকা মুক্ত করতে সক্ষম হয়েছে। 

২০১৫ সালের মার্চ মাসে সাবেক প্রেসিডেন্ট আব্দ রাব্বু মানসুর হাদি হুথিদের সঙ্গে ক্ষমতার দ্বন্দ্বে জড়িয়ে পড়েন এবং দেশ থেকে সৌদি আরব চলে যান। সে সময় তিনি ইয়েমেনে আগ্রাসনের জন্য সৌদি আরবের প্রতি আহ্বান জানান। এরপরই শুরু হয় ইয়েমেনে সৌদি আগ্রাসন। 

গত ছয় বছরের হামলায় পুরো ইয়েমেন বিশ্বের সবচেয়ে মানবিক সংকটাপন্ন দেশে পরিণত হয়েছে। সৌদি আগ্রাসনে এ পর্যন্ত হাজার হাজার ইয়েমেনি নাগরিক নিহত হয়েছে। তবে ইয়েমেনের সেনারা ও হুথি যোদ্ধারা কখনো দমে যায় নি বরং তারা ব্যাপক প্রতিরোধ গড়ে তুলেছে।#

পার্সটুডে/এসআইবি/৩১