সিরিয়া সংকটে দায়েশকে হাতিয়ার হিসেবে ব্যবহার করছে আমেরিকা: ল্যাভরভ
https://parstoday.ir/bn/news/west_asia-i89488-সিরিয়া_সংকটে_দায়েশকে_হাতিয়ার_হিসেবে_ব্যবহার_করছে_আমেরিকা_ল্যাভরভ
রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেছেন, সিরিয়া সংকটের রাজনৈতিক সমাধানের ক্ষেত্রে বাধা সৃষ্টি করতে উগ্র সন্ত্রাসী গোষ্ঠী দায়েশকে হাতিয়ার হিসেবে ব্যবহার করছে আমেরিকা। এছাড়া, সিরিয়ার বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীগুলোকে আমেরিকা সমর্থন দিচ্ছেন যা আন্তর্জাতিক আইনের চরম লঙ্ঘন।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
এপ্রিল ০২, ২০২১ ০৯:১৮ Asia/Dhaka
  • রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ
    রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ

রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেছেন, সিরিয়া সংকটের রাজনৈতিক সমাধানের ক্ষেত্রে বাধা সৃষ্টি করতে উগ্র সন্ত্রাসী গোষ্ঠী দায়েশকে হাতিয়ার হিসেবে ব্যবহার করছে আমেরিকা। এছাড়া, সিরিয়ার বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীগুলোকে আমেরিকা সমর্থন দিচ্ছেন যা আন্তর্জাতিক আইনের চরম লঙ্ঘন।

গতকাল (বৃহস্পতিবার) মস্কো ভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান ভলদাই ডিসকাশন ক্লাবের সম্মেলনে এসব কথা বলেন রুশ পররাষ্ট্রমন্ত্রী

তিনি বলেন, সিরিয়ায় মার্কিন সামরিক বাহিনী অব্যাহতভাবে দখলদারিত্ব বজায় রেখেছে এবং তেল-গ্যাসসহ দেশটির প্রাকৃতিক সম্পদ এবং গম চুরি করছে। আমেরিকার এসব ভূমিকার কারণে যুদ্ধবিধ্বস্ত আরব দেশটি  আরো বেশি অস্থিতিশীল হয়ে উঠছে। 

উগ্র সন্ত্রাসী গোষ্ঠী দায়েশের কয়েকজন সদস্য (ফাইল ফটো)

ল্যাভরভ জোর দিয়ে বলেন, সিরিয়া সংকটের সমাধান রাজনৈতিকভাবেই করতে হবে এবং তা করতে হবে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে পাস হওয়া ২২৫৪ নম্বর  প্রস্তাব অনুসারে।  তিনি বলেন, সিরিয়ার জনগণকে তাদের ভাগ্য নির্ধারণের সুযোগ দিতে হবে। জাতিসংঘের ওই প্রস্তাবে বলা হয়েছে সিরিয়ার জনগণই তাদের ভাগ্য নির্ধারণ করবে, অন্য কেউ নয়। এজন্য তারাই সরকার ও রাষ্ট্র ব্যবস্থা ঠিক করবে।#

পার্সটুডে/এসআইবি/২