ইরানের জ্ঞানভিত্তিক উৎপাদন: নতুন স্বাস্থ্যকর পণ্য থেকে ডায়াগনস্টিক কিটের উন্নয়ন
https://parstoday.ir/bn/news/iran-i152426-ইরানের_জ্ঞানভিত্তিক_উৎপাদন_নতুন_স্বাস্থ্যকর_পণ্য_থেকে_ডায়াগনস্টিক_কিটের_উন্নয়ন
পার্সটুডে : ইরানের একটি জ্ঞানভিত্তিক কোম্পানি প্রসাধনী, টেক্সটাইল এবং প্লাস্টিকসহ বিভিন্ন শিল্পে ব্যবহৃত উদ্ভাবনী পণ্য তৈরিতে সফল হয়েছে।
(last modified 2025-10-12T12:48:31+00:00 )
সেপ্টেম্বর ২৮, ২০২৫ ১৬:০২ Asia/Dhaka
  • ইরানের জ্ঞানভিত্তিক উৎপাদন: নতুন স্বাস্থ্যকর পণ্য থেকে ডায়াগনস্টিক কিটের উন্নয়ন

পার্সটুডে : ইরানের একটি জ্ঞানভিত্তিক কোম্পানি প্রসাধনী, টেক্সটাইল এবং প্লাস্টিকসহ বিভিন্ন শিল্পে ব্যবহৃত উদ্ভাবনী পণ্য তৈরিতে সফল হয়েছে।

পার্সটুডে জানিয়েছে, সম্প্রতি জ্ঞানভিত্তিক কোম্পানিগুলো ইরানের বাজারে স্বাস্থ্য পণ্যের জন্য একটি নতুন ধরণের মৌলিক উপাদান তৈরি করেছে। এর মধ্যে উল্লেখযোগ্য হলো- ন্যানো-কণাযুক্ত সেলেনিয়াম ডিসালফাইড, যা নতুনভাবে কলোয়েড আকারে উৎপাদিত হচ্ছে এবং শ্যাম্পু শিল্পে ব্যবহৃত হচ্ছে।

বাজারে প্রচলিত গুঁড়া নমুনার বিপরীতে, এই পণ্যটির কলয়েডাল রূপ ও ন্যানোমিটার আকার এর কার্যকারিতা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করেছে। এই বৈশিষ্ট্যের কারণে উৎপাদন লাইনে এই উপকরণের ব্যবহার এক-পঞ্চমাংশ কমে গেছে। এই ন্যানো পার্টিকেলগুলোর উল্লেখযোগ্য খুশকি-বিরোধী এবং চুলকানি-বিরোধী বৈশিষ্ট্য রয়েছে।

এই কোম্পানির আরেকটি গুরুত্বপূর্ণ পণ্য হলো 'ন্যানোক্লিনিয়া' নামের একটি জীবাণুনাশক দ্রবণ, যা ন্যানো সিলভার ও জিঙ্ক অক্সাইড কণা ব্যবহার করে তৈরি করা হয়েছে। ইরানের খাদ্য ও ওষুধ প্রশাসন থেকে অনুমোদনপ্রাপ্ত এই পণ্যটি হাত ও বিভিন্ন পৃষ্ঠ জীবাণুমুক্ত করতে ব্যবহার করা যায়।

এই পণ্যের সূত্রে ন্যানো পার্টিকেলের উপস্থিতি অণুজীব ধ্বংসে এর কার্যকারিতা বৃদ্ধি করেছে। ধোয়া ছাড়াই এই দ্রবণটি পৃষ্ঠতল ও হাত জীবাণুমুক্ত করে এবং এতে ময়েশ্চারাইজিং ও কন্ডিশনার উপাদান থাকায় এটি ত্বকের শুষ্কতা রোধ করে। কোম্পানিটি বর্তমানে ন্যানো টাইটানিয়াম ডাই অক্সাইড কণার ওপর কাজ করছে, যা স্ব-পরিষ্কার বৈশিষ্ট্য তৈরি করতে সক্ষম।

আরেকটি খবরে বলা হয়েছে, ইরানি গবেষকরা সম্প্রতি এক নতুন রিকম্বিন্যান্ট প্রোটিন উৎপাদন ও পরীক্ষা করেছেন, যা পরজীবীজনিত রোগ 'টক্সোকারিয়াসিস' শনাক্তকরণের কিটগুলোর সংবেদনশীলতা ও নির্ভুলতা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করেছে। এই বৈজ্ঞানিক অর্জন বিশেষ করে শিশুদের মধ্যে এই সংক্রমণের দ্রুত, নির্ভুল ও সময়মত সনাক্তকরণের দিকে নিয়ে যেতে পারে এবং অন্ধত্বের মতো গুরুতর জটিলতা প্রতিরোধ করতে পারে।#

পার্সটুডে/এমএআর/২৮