ইয়েমেন বিষয়ক শান্তি প্রক্রিয়ার প্রতি ইরানের সমর্থন ঘোষণা
(last modified Tue, 06 Apr 2021 00:06:41 GMT )
এপ্রিল ০৬, ২০২১ ০৬:০৬ Asia/Dhaka
  • ইয়েমেন বিষয়ক শান্তি প্রক্রিয়ার প্রতি ইরানের সমর্থন ঘোষণা

ইরানের পররাষ্ট্রমন্ত্রীর রাজনীতি বিষয়ক সিনিয়র উপদেষ্টা আলী আসগর খাজি বলেছেন, ইয়েমেন বিষয়ক শান্তি প্রক্রিয়ার প্রতি তার দেশের সমর্থন রয়েছে। তিনি গতকাল (সোমবার) ইয়েমেনের জাতীয় ঐক্যমত্যের সরকারের প্রধান আলোচক মোহাম্মাদ আব্দুস সালামের সঙ্গে এক টেলিফোনালাপে এ মন্তব্য করেন।

টেলিফোনালাপে দুই কূটনীতিক ইয়েমেনে শান্তি প্রতিষ্ঠার উপায় নিয়ে আলোচনা করেন। জাতিসংঘের ইয়েমেন বিষয়ক বিশেষ প্রতিনিধি মার্টিন গ্রিফিটস সাম্প্রতিক সময়ে শান্তি প্রতিষ্ঠার জন্য যে প্রচেষ্টা চালাচ্ছেন সে ব্যাপারে আশা ব্যক্ত করেন আলী আসগর খাজি।

তিনি বলেন, ইয়েমেনি জনগণের বীরোচিত প্রতিরোধ অবশেষে সফল হতে যাচ্ছে এবং দেশটির ওপর থেকে সৌদি নেতৃত্বাধীন নিপীড়নমূলক অবরোধের অবসানের সুযোগ তৈরি হতে যাচ্ছে।  জাতিসংঘের উদ্যোগে ইয়েমেনে ন্যায়পূর্ণ ও টেকসই শান্তি প্রতিষ্ঠিত হবে বলেও তিনি আশা প্রকাশ করেন।

টেলিফোনালাপে ইয়েমেনের প্রতিরোধ যুদ্ধের প্রতি রাজনৈতিক সমর্থন জানানোর জন্য ইরানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি ইয়েমেনের সর্বশেষ পরিস্থিতি এবং শান্তি প্রক্রিয়া সম্পর্কিত তথ্য তুলে ধরেন।#

পার্সটুডে/এমএমআই/৬

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।