সিরিয়াকে আরব লীগে ফিরিয়ে নিন: কায়রোয় বললেন ল্যাভরভ
(last modified Mon, 12 Apr 2021 23:33:08 GMT )
এপ্রিল ১৩, ২০২১ ০৫:৩৩ Asia/Dhaka
  • সোমবার কায়রোয় মিশরের পররাষ্ট্রমন্ত্রী সামেহ শুকরির সঙ্গে সাক্ষাৎ করেন ল্যাভরভ
    সোমবার কায়রোয় মিশরের পররাষ্ট্রমন্ত্রী সামেহ শুকরির সঙ্গে সাক্ষাৎ করেন ল্যাভরভ

মিশর সফররত রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ সিরিয়াকে আরব লীগে ফিরিয়ে নেয়ার আহ্বান জানিয়েছেন। তিনি গতকাল (সোমবার) রাজধানী কায়রোয় মিশরের পররাষ্ট্রমন্ত্রী সামেহ শুকরির সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে এ আহ্বান জানান।

রুশ পররাষ্ট্রমন্ত্রী তার মিশরীয় সমকক্ষের সঙ্গে দ্বিপক্ষীয় ও আঞ্চলিক বিষয়াদি নিয়ে আলোচনা করার পর ওই সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন। ল্যাভরভ বলেন, বর্তমান প্রেক্ষাপটে সিরিয়ার আরব লীগের সদস্যপদ ফেরত পাওয়া অত্যন্ত জরুরি।

সিরিয়াকে ‘আরব বিশ্বের অবিচ্ছেদ্য অংশ’ হিসেবে উল্লেখ করে রুশ পররাষ্ট্রমন্ত্রী বলেন, সিরিয়ার ভবিষ্যত নির্ধারণে দেশটির জনগণের অংশগ্রহণ নিয়ে তিনি সামেহ শুকরির সঙ্গে কথা বলেছেন। 

প্রেসিডেন্ট বাশার আল-আসাদ

২০১১ সালের গোড়ার দিকে সিরিয়া সংকট শুরু হলে সৌদি আরবের চাপে আরব লীগ সিরিয়ার সদস্যপদ স্থগিত করে। ওই সিদ্ধান্তের জের ধরে বেশিরভাগ আরব দেশ দামেস্কে তাদের দূতাবাস বন্ধ করে দিয়ে সিরিয়ার সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করে।

তবে সাম্প্রতিক বছরগুলোতে সিরিয়ায় বিদেশি মদদপুষ্ট বিদ্রোহীদের বিরুদ্ধে যুদ্ধে প্রেসিডেন্ট বাশার আল-আসাদ সরকার বিজয়ী হলে আরব দেশগুলো আবার দামেস্কের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থাপনের তোড়জোড় শুরু করে। এরকম পরিস্থিতিতে সিরিয়াকে আরব লীগের সদস্যপদ ফিরিয়ে দেয়ার আহ্বান জানালেন রুশ পররাষ্ট্রমন্ত্রী।#

পার্সটুডে/এমএমআই/১৩

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

 

ট্যাগ