ইসরাইল বিরোধী প্রতিরোধ যোদ্ধাদের সঙ্গে ঘনিষ্ঠ সহযোগিতা রয়েছে: হুথি
https://parstoday.ir/bn/news/west_asia-i91530-ইসরাইল_বিরোধী_প্রতিরোধ_যোদ্ধাদের_সঙ্গে_ঘনিষ্ঠ_সহযোগিতা_রয়েছে_হুথি
ইহুদিবাদী ইসরাইলের আগ্রাসনের বিরুদ্ধে ফিলিস্তিনের যেসব প্রতিরোধ যোদ্ধা  লড়াই চালাচ্ছেন তাদের প্রতি ইয়েমেন এর পক্ষ থেকে পূর্ণ সমর্থন জানিয়েছেন হুথি আনসারুল্লাহ আন্দোলনের প্রধান আব্দুল মালেক বদরুদ্দিন আল-হুথি। তিনি বলেছেন,  মধ্যপ্রাচ্যের সর্বশেষ ঘটনাবলীতে প্রতিরোধ অক্ষের সঙ্গে ঘনিষ্ঠ সহযোগিতা করছে ইয়েমেনিরা।  
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
মে ১২, ২০২১ ১৪:১৬ Asia/Dhaka
  • আব্দুল মালেক বদরুদ্দিন আল-হুথি
    আব্দুল মালেক বদরুদ্দিন আল-হুথি

ইহুদিবাদী ইসরাইলের আগ্রাসনের বিরুদ্ধে ফিলিস্তিনের যেসব প্রতিরোধ যোদ্ধা  লড়াই চালাচ্ছেন তাদের প্রতি ইয়েমেন এর পক্ষ থেকে পূর্ণ সমর্থন জানিয়েছেন হুথি আনসারুল্লাহ আন্দোলনের প্রধান আব্দুল মালেক বদরুদ্দিন আল-হুথি। তিনি বলেছেন,  মধ্যপ্রাচ্যের সর্বশেষ ঘটনাবলীতে প্রতিরোধ অক্ষের সঙ্গে ঘনিষ্ঠ সহযোগিতা করছে ইয়েমেনিরা।  

গতকাল (মঙ্গলবার) তিনি আরো বলেন, আজকে ফিলিস্তিনে আমরা আপনাদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করছি। আমরা যা পারি তার সবই করব।

তিনি বলেন, ফিলিস্তিনি জনগণকে সহযোগিতা করার জন্য ইয়েমেনিরা অর্থ সংগ্রহ করবে এবং নতুন যেকোনো ঘটনার জন্য প্রস্তুত থাকবে। তিনি বলেন, ইয়েমেনিরা ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধাসহ অন্য প্রতিরোধ ফ্রন্টের সঙ্গে সার্বক্ষণিক সহযোগিতা করে চলেছে।

তেল আবিব লক্ষ্য করে হামাসের ক্ষেপণাস্ত্র-বৃষ্টি

পবিত্র জেরুজালেম আল-কুদস শহর ও আল-আকসা মসজিদ নিয়ে গত কিছুদিন ধরে ইহুদিবাদী সেনারা ফিলিস্তিনি জনগণের ওপর বর্বর হত্যাকাণ্ড, নির্যাতন ও ধরপাকড় চালাচ্ছে। পরিস্থিতির অবনতি হওয়ায় সোমবার থেকে হামাস ও অন্য প্রতিরোধকামী সংগঠনগুলো ইসরাইলি বর্বরতার সশস্ত্র জবাব দিচ্ছে। এরইমধ্যে হামাস ও অন্য প্রতিরোধ যোদ্ধারা ইসরাইলের ভেতরে কয়কশ রকেট হামলা চালিয়েছে।#

পার্সটুডে/এমএসআই/১৩