সিরিয়ার পুনর্গঠন ত্বরান্বিত করতে হবে: বিজয়ের পর আসাদের ঘোষণা
https://parstoday.ir/bn/news/west_asia-i92276-সিরিয়ার_পুনর্গঠন_ত্বরান্বিত_করতে_হবে_বিজয়ের_পর_আসাদের_ঘোষণা
সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ বলেছেন, আগামীকাল থেকেই কাজে নেমে পড়তে হবে যাতে সিরিয়ার পুনর্গঠনের প্রতি মানুষে আশা বেড়ে যায়। তিনি বুধবার অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনে বিজয়ী ঘোষিত হওয়ার পর এক বাণীতে এ মন্তব্য করেন।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
মে ২৮, ২০২১ ১১:৪৭ Asia/Dhaka
  • বাশার আল আসাদ
    বাশার আল আসাদ

সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ বলেছেন, আগামীকাল থেকেই কাজে নেমে পড়তে হবে যাতে সিরিয়ার পুনর্গঠনের প্রতি মানুষে আশা বেড়ে যায়। তিনি বুধবার অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনে বিজয়ী ঘোষিত হওয়ার পর এক বাণীতে এ মন্তব্য করেন।

চতুর্থবারের মতো সিরিয়ার প্রেসিডেন্টের দায়িত্ব গ্রহণ করে আসাদ নির্বাচনে ব্যাপকভাবে অংশগ্রহণ ও জাতীয়তাবাদী চেতনা প্রদর্শন করার জন্য জনগণের প্রতি কৃতজ্ঞতা জানান।

বাশার আসাদ পুনর্নির্বাচিত হওয়ার পর আতশবাজি

প্রেসিডেন্ট আসাদ বলেন, নির্বাচনের পর্ব শেষ এবং কাজ করার পালা। তিনি বিগত এক দশকের সন্ত্রাসবিরোধী লড়াইয়ে আত্মদানকারী সিরীয় সৈন্যদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে বলেন, তাদের আত্মত্যাগের কারণে আজ জনগণ একটি নিরাপদ সিরিয়ায় বসবাস করতে পারছে।

প্রেসিডেন্ট আসাদের বিজয়ে জনগণের উল্লাস

সিরিয়ায় বুধবার অনুষ্ঠিত নির্বাচনে শতকরা ৭৮ ভাগ ভোট পড়েছে বলে দেশটির পার্লামেন্ট স্পিকার হামুদা আস-সাব্বাগ খবর দিয়েছেন।

বাশার আল আসাদের সমর্থকদের বিশাল জনজমায়েত 

এদিকে রাজধানী দামেস্কসহ সারাদেশ থেকে পাওয়া খবরে জানা গেছে, প্রেসিডেন্ট আসাদ পুনর্নির্বাচিত হওয়ায় রাজপথে নেমে উল্লাস প্রকাশ করেছে দেশটির জনগণ। নানা বয়সী নারী-পুরুষ, তরুণ-তরুণী ও শিশু এই আনন্দে অংশগ্রহণ করে।#

পার্সটুডে/এমএমআই/২৯

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।